লোকসভা নির্বাচনে রাজ্যের 42 টি আসনের প্রার্থীর নাম ঘোষণা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবার তৃণমূল প্রার্থী হচ্ছেন অভিনেত্রী নুসরত জাহান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী।এছাড়া প্রবীণ রাজনীতিবিদ এবং রাজ্যের মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ও প্রার্থী হচ্ছেন। এবার তিনি বাঁকুড়া থেকে প্রার্থী হিসাবে লড়বেন। আর বাঁকুড়া বর্তমান সাংসদ মুনমুন সেনকে এবার আসানসোলের প্রার্থী করা হয়েছে। আর রানাঘাট থেকে রুপালি বিশ্বাসকে প্রার্থী হিসাবে নিয়োগ করা হয়েছে যিনি নদীয়ার কৃষ্ণগঞ্জে খুন হওয়া তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসের স্ত্রী। এবারের বেশ কিছু আসনে প্রার্থী বদল করেছে তৃণমূল নেত্রী।অধিকাংশ কেন্দ্রে পুরনো প্রার্থীদের টিকিট দেয়া হল বেশ কিছু কেন্দ্রে রং বদল করা হয়েছে।
তবে যারা এবারের সংসদে প্রার্থী হচ্ছেন না তাদের মধ্যে রয়েছেন অন্যতম সুব্রত বক্সী, ইদ্রিস আলী, উমা সোরেন, সুগত বসু এবং সন্ধ্যা রায়। এবার দার্জিলিং কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছেন গোর্খা জনমুক্তি মোর্চার বর্তমান বিধায়ক অমর সিংহ রায়। আর বীরভূম এবং ঘাটাল থেকে আবার টিকিট দেওয়া হচ্ছে অভিনেত্রী শতাব্দী রায় ও অভিনেতা দেব কে। এবারের নির্বাচনে 41 শতাংশ মহিলা প্রার্থী দিয়েছে তৃণমূল। আর এবার সিনেমা জগৎ থেকেও কয়েকজনকে সুযোগ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।যেমন কি মমতা বন্দোপাধ্যায় বারবার বলে আসছেন এবারে পশ্চিমবঙ্গের নির্বাচনে থেকে 42 টি আসনে জয়লাভ করার লক্ষ্য তার। আর তারই দরুন এবারের প্রার্থী তালিকা ঘোষণার আগে দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন এই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এক নজরে দেখে নিন কোন কেন্দ্র থেকে কাকে প্রার্থী হিসাবে নিয়োগ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়–
- ঝাড়গ্রাম – বীরবাহা সােরেন
- ডায়মন্ড হারবার – অভিষেক বন্দ্যোপাধ্যায়
- কোচবিহার- পরেশচন্দ্র অধিকারী
- আলিপুরদুয়ার- দশরথ তিরকে
- জলপাইগুড়ি- বিজয়চন্দ্র বর্মন
- দার্জিলিং- অমর সিংহ রাই
- রায়গঞ্জ- কানহাইয়ালাল অগ্রবাল
- বালুরঘাট- অর্পিতা ঘোষ
- মালদহ উত্তর- মৌসম বেনজির নূর
- কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
- রানাঘাট- রূপালী বিশ্বাস
- বনগাঁ- মমতাবালা ঠাকুর
- বহরমপুর- অপূর্ব সরকার
- মুর্শিদাবাদ- আবু তাহের খান
- জঙ্গিপুর- খালিদুল রহমান
- মালদহ দক্ষিণ- মোয়াজ্জেম হোসেন
- বর্ধমান পূর্ব- সুনীলকুমার মণ্ডল
- দমদম- সৌগত রায়
- বারাসত- কাকলি ঘোষ দস্তিদার
- ব্যারাকপুর- দীনেশ ত্রিবেদী
- যাদবপুর- মিমি চক্রবর্তী
- ঝাড়গ্রাম- বীরবাহা সোরেন
- মথুরাপুর- সি এম জাটুয়া
- কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
- কলকাতা দক্ষিণ- মালা রায়
- হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
- উলুবেড়িয়া- সাজ্জাদ আহমেদ
- শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
- হুগলি- রত্না দে নাগ
- তমলুক- দিব্যেন্দু অধিকারী
- কাঁথি- শিশির অধিকারী
- ঘাটাল- দেব
- জয়নগর- প্রতিমা মণ্ডল
- মেদিনীপুর- মানস ভুঁইয়া
- পুরলিয়া- মৃগাঙ্ক মাহাতো
- বাঁকুড়া- সুব্রত মুখোপাধ্যায়
- বীরভূম- শতাব্দী রায়
- বর্ধমান দুর্গাপুর- মুমতাজ সঙ্ঘমিত্রা
- বোলপুর- অসিত মাল
- আসানসোল- মুনমুন সেন
- বিষ্ণুপুর- শ্যামল সাঁতরা
- বসিরহাট- নুসরত জাহান