লক্ষ লক্ষ সিবিএসই শিক্ষার্থী যারা এই বছর বোর্ডের পরীক্ষার সূচি জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য বৃহস্পতিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা শুরু ৪ মে থেকে। শিক্ষামন্ত্রী বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলন করে তারিখ ঘোষণা করেন। তিনি জানান, দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষার ফলাফল ১৫ জুলাই ঘোষণা করা হবে।
করোনা আবহে পরীক্ষা নিতে হচ্ছে তাই স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রক বিশেষ গাইডলাইন জারি করেছে। সমস্ত পরীক্ষা অফলাইন হবে। অনলাইনে কোনও পরীক্ষা নেওয়া হবে না। করোনার সঙ্কটের কারণে স্কুল-কলেজগুলি দীর্ঘদিন বন্ধ ছিল। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস করানো হয়েছে৷ লকডাউনের জন্য স্কুল-কলেজসহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান সারা দেশে বন্ধ হয়ে যায়। প্রায় নয় মাস ধরে বাড়ি থেকে অনলাইনে পড়াশোনা করেছে ছাত্রছাত্রীরা৷
Announcing the date of commencement for #CBSE board exams 2021. @SanjayDhotreMP @EduMinOfIndia @cbse @mygovindia @MIB_India @PIB_India @DDNewslive https://t.co/PHiz3EwFvz
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) December 31, 2020
২০২১-এ ঘনিয়ে আসছে আরও বিপদ! নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী উতলা করে তুলছে বিশ্ববাসীকে
মন্ত্রী বলেন, “দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষা ৪ মে থেকে শুরু হবে। চলবে ১০ জুন পর্যন্ত। স্কুলগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে ১ মার্চ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে। কবে কোন পরীক্ষা হবে সেটা কিছুদিনের মধ্যেই জানিয়ে দেওয়া হবে। ১৫ জুলাই এই দুই পরীক্ষার ফল প্রকাশিত হবে।”
করোনার আবহে কীভাবে পরীক্ষা হবে তা নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে অনেক প্রশ্ন ছিল। সাধারণত জানুয়ারিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়৷ ফেব্রুয়ারি মাসে থিওরি পরীক্ষা হয়৷ মার্চে শেষ হয় পরীক্ষা। কিন্তু করোনা সংক্রমণের জন্য তিন মাস পিছিয়ে গেছে পরীক্ষা। এতে ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আশঙ্কা দেখা দিয়েছে। বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে অসুবিধে হবে ভেবে