একদিকে যেমন আমাদের পরিচয় পত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড তেমন ব্যাংকের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ এর সময়সীমা আরও এক বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আপনার প্যান কার্ড আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না থাকে সেক্ষেত্রেও আপনার প্যান কার্ড কার্যকারী থাকবে কিন্তু আপনাকে দিতে হবে জরিমানা। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর বোর্ড অথবা সিবিডিটি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছিলো গত ২৯ মার্চ।
যদি আপনি এই বছর ৩০ শে জুন অথবা তার আগে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড এর সংযুক্তি করিয়ে দেন তাহলে আপনাকে মাত্র দিতে হবে ৫০০ টাকা জরিমানা। একইভাবে আপনি যদি পহেলা জুলাই অথবা তারপর প্যান কার্ডের সংযুক্তিকরণ করেন তাহলে আপনাকে দিতে হবে এক হাজার টাকা জরিমানা। যদিও সংযুক্তিকরণ না করালেও আপনার প্যান কার্যকরী থাকবে।
সিবিডিটি জানিয়েছিল নিজেদের বিজ্ঞপ্তিতে, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত যদি প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণ না থাকে তাহলে করদাতাকে দিতে হবে ৫০০ টাকা জরিমানা। কোন ক্ষেত্রে কত টাকা জরিমানা তাও বিস্তারিত জানিয়ে দিয়েছিলেন তারা। । এই জরিমানা ১ এপ্রিল থেকে পরের তিন মাস অর্থাৎ ২০২২-এর ৩০ জুন পর্যন্ত ৫০০ টাকা হবে। এর পরে অর্থাৎ ২০২৩ সালের ৩১ মার্চ পর্যন্ত প্যান ও আধার যুক্ত না হলে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।
সিবিডিটি আরও জানিয়েছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে যদি প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সঙ্গে যুক্ত না করেন সেক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হবে না। কিন্তু এই সময় সীমা যদি অতিক্রম হয়ে যায় তাহলে আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। নিষ্ক্রিয় প্যান কার্ড যদি সক্রিয় করতে চান সেক্ষেত্রে জরিমানার সংস্থান আরো বেড়ে যাবে। আপনাকে আয়কর আইনের ২৭২ – বি ধারা অনুযায়ী দিতে হতে পারে দশ হাজার টাকা জরিমানা।
দেরি না করে আগেই আপনি চলে যান আয়কর দপ্তরের ওয়েবসাইটে যেখানে আধার লিঙ্ক সেখানে ক্লিক করতে হবে আপনাকে। এরপর আপনাকে আধার কার্ড নম্বর, প্যান কার্ড নম্বর এবং নাম লিখতে হবে। এরপর লিঙ্ক আধার অপশনে ক্লিক করতে হবে। প্রক্রিয়া শেষ হয়ে গেলে আপনার আধার প্যান সংযুক্ত হয়ে যাবে। অনলাইন ছাড়াও আপনি এসএমএস এর মাধ্যমে এই সংযুক্তিকরণ করতে পারেন। সে ক্ষেত্রে ফোনে ইউ আই ডি এ পি এ এন, টাইপ করতে হবে যেখানে ১২অংকের আধার কার্ড নম্বর দিতে হবে আপনাকে এবং দিতে হবে ১০ অংকের প্যান কার্ড নম্বর। পাঠিয়ে দিতে হবে ৫৬১৬১ নম্বরে।