লকডাউনে যখন দেশের সমস্ত মানুষ গৃহবন্দী তখন তাদের একমাত্র সঙ্গী ইন্টারনেট। বহু মানুষ এখন ইন্টারনেট এ সময় কাটাচ্ছেন। ঠিক এমন সময়ই বিএসএনএল গ্রাহকদের জন্য এলো দুঃখের খবর। তারা তাদের কয়েকটি প্ল্যানে কিছু পরিবর্তন এনেছে। কিছু প্ল্যানে ভ্যালিডিটি কমানো হয়েছে। 1,699 টাকার বার্ষিক প্যাকেট কিছু পরিবর্তন এনেছে এছাড়াও 186 টাকা, 187 টাকা, 98 টাকা, 99 টাকা, 319 টাকার প্ল্যান গুলিতেও পরিবর্তন আনা হয়েছে বিএসএনএলের তরফ থেকে।
কী কী পরিবর্তন আনা হয়েছে প্ল্যানগুলিতে আসুন নিচের বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক –
1. 1699 টাকার প্ল্যানে বিএসএনএল গ্রাহকরা যে সুবিধা পেতে চলেছেন সেগুলি হল, এই প্ল্যানটির বৈধতা হতে চলেছে 300 দিন। পরিবর্তন বলতে শুধু এটি বাকি সমস্ত কিছু আগের মতই সুযোগ-সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের। যেমন, প্রত্যেকদিন 2 জিবি করে ডেটা, 100 টি করে এসএমএস, এবং যেকোন নেটওয়ার্কের 250 মিনিট কলের সুবিধা। এর সাথে বিএসএনএল কলারটিউন একদম বিনামূল্যে পাওয়া যাবে।
2. 98 টাকা, 99 টাকা এবং 319 টাকার প্ল্যানগুলিতে যে সমস্ত পরিবর্তন আনা হয়েছে বিএসএনএলের তরফ থেকে তা হল, 98 টাকার প্ল্যানটিতে গ্রাহকরা পেয়ে যাবেন 22 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি করে ডেটা। আর এক্সট্রা বেনিফিট হিসাবে থাকছে ইরোস নাওয়ের(Eros Now subscription) সাবস্ক্রিপশন। 99 টাকার প্ল্যানটিতেও 24 দিন ভ্যালিডিটির জায়গায় কমিয়ে 22 দিন করা হয়েছে এবং এই প্ল্যানটিতে থাকছে 250 মিনিট কলের সুবিধা। এবং 319 টাকার প্ল্যানটিকে কমিয়ে 75 দিন করা হয়েছে। এখানে 250 মিনিট কলের সুবিধা দেওয়া হয়েছে। আগে এই প্ল্যানটির বৈধতা ছিল 84 দিন।
3. অন্যদিকে 186 টাকা এবং 187 টাকার প্ল্যানে কী কী বদল করা হয়েছে দেখে নেওয়া যাক-বাকি প্ল্যান গুলির মত এই দুটি প্ল্যানেও পরিবর্তন করা হয়েছে। আগে এই দুটি প্ল্যানে প্রতিদিন 3 জিবি করে ডেটা পেত গ্রাহকরা, কিন্তু এবার থেকে তা 1 জিবি কমিয়ে দেওয়া হল অর্থাৎ এবার থেকে এই দুটি প্ল্যানে গ্রাহকরা প্রতিদিন 2 জিবি করে ডেটা ব্যবহার করতে পারবেন আর এর সাথে পাওয়া যাবে 250 মিনিট কলের সুবিধা। এবং এই দুটি প্ল্যানের বৈধতা 28 দিন।