BSNL সংস্থা নিয়ে এল দুর্দান্ত প্ল্যান! এখন 100 টাকার ও কম দামে মিলবে 3 জিবি ডাটা সহ আনলিমিটেড ভয়েস কলিং এর সুবিধা

গোটা বিশ্ব জুড়ে চলছে এই মুহূর্তে করোনা ভাইরাসের প্রকোপ আর যার জেরে এখন ওয়াক ফ্রম হোম (work from home) এর ওপর গোটা বিশ্ব জোর দিচ্ছে। ফলে সমগ্র বিশ্বে বেড়েছে ইন্টারনেট ব্যবহারের মাত্রা। এর পাশাপাশি ঘরে বসে সময় কাটানোর জন্যও বেড়েছে নেটের চাহিদা এমন পরিস্থিতিতে সকল গ্রাহকদের প্রয়োজন রয়েছে অতিরিক্ত ডাটার।তবে যেমনটা দেখতে পাওয়া গেছে লকডাউন চলাকালীন সমস্ত টেলিকম সংস্থাগুলি তাদের গ্রাহকদের কথা মাথায় রেখে একের পর এক দুর্দান্ত প্ল্যান নিয়ে এসেছে সে দিক থেকে ব্যতিক্রম ছিল না ভারতের রাষ্ট্রীয় টেলিকম সংস্থা BSNL ও।

 

আর এখনও এই রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল এর তরফ থেকে বেশ কয়েকটি রিচার্জ প্ল্যান আনা হয়েছে এরমধ্যে আকর্ষণীয় বিষয় হল যে প্ল্যানগুলি আনা হয়েছে তার মধ্যে একটি প্ল্যানের দাম তো আবার 100 টাকার কমে। 100 টাকার কম মূল্যে এই প্ল্যানের মধ্যে রয়েছে দুর্দান্ত ডাটা অফার যেখানে মাত্র 78 টাকা মূল্য দিয়ে আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন 3 জিবি করে ডাটা ব্যবহার করার সুবিধা। তবে দেরি না করে আপনাদের এই প্ল্যানের সম্বন্ধে জানানো যাক-

এই প্ল্যানের দরুন আপনি পেয়ে যাচ্ছেন প্রতিদিন 3 জিবি করে ডাটা ব্যবহার করার সুবিধা সাথে সাথে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং করার সুবিধা, পাশাপাশি পেয়ে যাবেন Eros Now অনলাইন এন্টারটেইনমেন্ট সার্ভিসের সাবস্ক্রিপশন ফ্রী। এখানে এই প্লানটির বৈধতা রাখা হয়েছে আট দিন। এই 78 টাকার প্ল্যানটি ছাড়াও বিএসএনএল এর তরফ থেকে আরও একটি নতুন প্ল্যান আনা হয়েছে যেটির মূল্য রাখা হয়েছে 247 টাকা, যে প্ল্যানের দরুন আপনি প্রতিদিন পেয়ে যাবেন 3 জিবি করে ডাটা ব্যবহার করার সুবিধা পাশাপাশি যে কোন নেটওয়ার্কে 250 মিনিট কল করার সুবিধা। এই দুর্দান্ত প্ল্যানটির ভ্যালিডিটি রাখা হয়েছে 36 দিনের জন্য।

অন্যদিকে বিএসএনএলের 300 জিবি CS337 প্ল্যানের মেয়াদ বাড়িয়ে সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে যদিও এক্ষেত্রে সুবিধা বাড়ানো হয়েছে এবং এর দরুন মিলবে 40mb স্পিডে 300 জিবি ডাটা ব্যবহার করার সুবিধা। এখানেই শেষ নয় এর পাশাপাশি বিএসএনএল এর তরফ থেকে ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য তিনটি নতুন বিশেষ প্ল্যান আনা হয়েছে এ প্ল্যানের দরুন গ্রাহকেরা পেয়ে যাবেন 50 এমবিপিএস গতির স্পিডে ডাটা ব্যবহার করার সুবিধা। তবে এক্ষেত্রে এই প্ল্যানের মধ্যে থাকবে না কোন কলিং এর সুবিধা,বর্তমানে এই প্ল্যানটি কেবলমাত্র পাঞ্জাব সার্কেলের জন্যই উপলব্ধ করা হয়েছে। এই তিনটি প্ল্যানের নাম হল 200 জিবি সিএস 111, 300 জিবি সিএস 112 এবং পিইউএন 400 জিবি। এর মধ্যে 200 জিবি বেসিক প্ল্যান…