Skip to content

JIO কে টেক্বা দিতে BSNL নিয়ে এলো নিউ FFTH পরিষেবা।আরো জানতে পরুন।

Jio র সাথে এবার টেক্কা দিতে বিএসএনএল নিয়ে এল FFTH ব্রডব্যান্ড পরিশেবা।এতদিন জিওর দাবি তারাই ভারতে প্রথম Fiber to the Home কানেকশন। কিন্তু বিএসএনএলও আগে থেকেই এই পরিকল্পনা করে রেখেছিল। তাই এবার বিএসএনএলও অত্যধিক ডাটা এবং হাই স্পিড ইন্টারনেট পরিশেবা দিতে চলেছে ভারতের এই টেলিকম সংস্থাটি।
বিএসএনএল চারটি প্লান নিয়ে আসতে চলেছে FFTH ব্রডব্যান্ড পরিসেবাতে 3,999,5,999,9,666 এবং 16,999 টাকায় পাওয়া যাবে। বিএসএনএল এর তরফে এও যানান যে পরে এই প্ল্যান গুলোর স্পিড এবং ডাটা আরো বারানো হবে।

অনুমান করা হচ্ছে এই প্ল্যান গুলো আসার ফলে বিভিন্ন অফিস থেকে শুরু করে সরকারি সংস্থাতে ব্যবহারে অনেক সুবিধা হবে আবার ইন্টারনেট স্পিড বেশি থাকার কারণে কাজ অনেক তারাতারি হবে। যারা প্রতিদিন অনেক ডাটা ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যান গুলো যথেষ্ট ভালো মনে করা হচ্ছে।