বি এস এফে নিয়োগ করা হতে চলেছে কনস্টেবল ও সাব ইন্সপেক্টর।বিভিন্ন ট্রেডে ২০৪ জন কনস্টেবল সাব ইন্সপেক্টর জুনিয়ার ইঞ্জনিয়ার সাব-ইন্সপেক্টর নেবে সিকিউরিটি ফোর্স। কনস্টেবল নিয়োগ করা হবে জেনারেটর মেকানিক জেনারেটর অপারেটর ও লাইন মেন্ট ট্রেডে। সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ওয়ার্কস বিভাগে এবং জুনিয়ার ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে ইলেকট্রিক্যাল শাখায়। কনস্টেবল পদের ক্ষেত্রে মাসিক বেতন হবে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা এবং বাকি দুটি পদের ক্ষেত্রে দেয়া হবে ২৫,৪০০থেকে ১,১২৪০০ টাকা । কনস্টেবল পদের ক্ষেত্রে নেয়া হবে ১৮ থেকে ২৫ বছরের পার্থীদের এবং বাকি দুটি পদের ক্ষেত্রে বয়স ৩০ বছরের মধ্যে হতে হবে।
প্রার্থী বাছাই করা হবে দুই পর্বের লিখিত পরীক্ষার মাধ্যমে তবে কনস্টেবল পদের জন্য একটি পরীক্ষা হবে, নথিপত্র যাচাই,শারীরিক সক্ষমতা পরীক্ষা, প্র্যাকটিকাল টেস্ট মেডিক্যাল,এক্সামিনেশন এর মাধ্যমে। জুনিয়ার ইঞ্জিনিয়ার ও সাব ইন্সপেক্টর পদের ক্ষেত্রে প্রথম পর্বে লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স ২৫ নাম্বারের, সংশ্লিষ্ট বিষয় জেনারেল ইঞ্জিনিয়ার ৫০ নম্বর সময় দেড় ঘন্টা। দ্বিতীয় পর্বের লিখিত পরীক্ষায় থাকবে ইঞ্জেরিং শাখা থেকে ডেসক্রিপ্টিভ ধরনের প্রশ্ন যার নম্বর হবে ১০০ সময় থাকবে দু’ঘণ্টা। কনস্টেবল পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষায় থাকবে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং ২০ নম্বার, টেকনিকেল সাবজেক্টস ৬০ নম্বর, ইন্টেলিজেন্স অন্ড রিজনিং থেকে ২০ নাম্বার। এর ক্ষেত্রে সময় থাকবে ২ ঘন্টা। আরো জানতে নিম্নলিখিত ওয়েবসাইটে ক্লিক করুন-
www.bsf.nic.in