বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সোশাল মিডিয়ায় তিনি প্রায় দিনই নিজের হট ছবি শেয়ার করেন। এই শীতের মধ্যে এবার দিশা পাটানির এমন এক হট ছবি ভাইরাল হচ্ছে। এই ছবিতে একদম সাধারণ মানুষের মতো দেখতে লাগছে দিশাকে।কোনও বিলাসবহুল গাড়িতে না, একটি অটো রিকশায় ঘুরতে দেখা যাচ্ছে দিশা পাটানিকে৷ সোশ্যাল মিডিয়ায় এই ছবি খুব ভাইরাল হচ্ছে।
বার্সোবায় একটি অ্যাডফিল্মের শুটিং করতে ব্যস্ত দিশা। হঠাতই বাড়ি ফিরে আসার সময় সবাইকে তিনি অবাক করে দেন। কারণ শুটিং শেষ হওয়ার পর নিজের বিলাসবহুল গাড়ি ছেড়ে আচমকা একটি অটোতে ওঠেন। অটোতে বসে থাকা দিশা পাটানির এই ছবি সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। ছবিতে দেখা যাচ্ছে দিশা একটা কালো টপ আর ট্রাউজার পরে রয়েছেন । আর কোভিড নিয়ম মেনে তিনি মাস্কও পরে আছেন।
টানা সাড়ে ছয় ঘণ্টা ধরে ১২০ টি ভাষায় গান গেয়ে দুবাইয়ে বিশ্ব রেকর্ড ভারতীয় তরুণীর
দিশার এই ছবি সোশ্যাল মিডিয়ায় অনেক ফ্যান পেজ শেয়ার করেছে৷ সবাই দিশার গ্ল্যামার ছেড়ে এই জীবন যাপনের প্রশংসা করছে। বলিউড অভিনেত্রীর এই অটো করে বাড়ি ফেরার দৃশ্য সবাইকে করোনার আগে সেলিব্রেটিদের পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করার কথা মনে করিয়ে দিচ্ছে। সারা আলি খান অটো করে জিমে যেতেন।