দিন দিন বিজেপি র রাজনৈতিক ক্ষমতা বেড়েই চলেছে। রাজ্যের প্রাক্তন সিপিএম বিধায়ক যোগ দেন বিজেপিতে। ঘটনাটি ত্রিপুরার ঘটনা। বিধায়কের নাম বিশ্বজিৎ দত্ত। বিজেপির ত্রিপুরার দায়িত্ব প্রাপ্ত নেতা সুনীল দেওধরের হাত থেকে বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নেন তিনি।
১৯৬৪ সাল থেকে সিপিএম সদস্য ছিলেন বিশ্বজিৎ দত্ত। তিনি সিপিএম রাজ্য কমিটির উপর ষড়যন্ত্রের অভিযোগও করেন। 18 ফেব্রুয়ারির নির্বাচনে সিপিএম হেরে গেলেও প্রথমে সেই নির্বাচনে তাকে প্রার্থী করা হয়েছিল। অসুস্থতার মিথ্যে অভিযোগ করে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। তার জায়গায় পার্থী করা হয় নির্মল বিশ্বাসকে।
বিশ্বজিৎ দত্তের দাবি তিনি সেই রকম অসুস্থ ছিলেননা। কিন্ত দল থেকে তাকে অসুস্থ বলে ঘোষনা করা হয়েছিল। এর পর তিনি সব পদ থেকে ইস্তফা দিয়েদেন। এবং বিজেপিতে জোগদান করেন। তার ইচ্ছা সিপিএমএ থেকে যেভাবে মানুষের পাশে থেকে কাজ করেছেন তেমনি বিজেপিতে থেকেও মানুষের পাশে থাকবো এবং কাজ করবো।