এবার রাজ্য সরকারের বিরুদ্ধে আদালতে দরখাস্ত জমা করলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি দিল্লি হাইকোর্টে মামলা দায় করেছেন সরাসরি রাজ্য পুলিশের বিরুদ্ধে। তিনি জানান যে রাজ্যের পুলিশ তার ফোনে বেআইনিভাবে আড়ি পাতছে যেটা তাদের কাজ নয়। এভাবে গণতন্ত্রের ওপর হামলা করছে সরকার।এভাবে রাজ্য সরকার ফোনের ওপর আড়ি পেতে আইন লঙ্ঘন করছেন বলে তিনি অভিযোগ করেন। তার ফলে তিনি দিল্লি হাইকোর্টে রাজ্যের বিরুদ্ধে সরাসরি মামলা দায় করেছেন বলে জানান মুকুলবাবু ।
তিনি আরো বলেন যে ফোন ট্রাপ করার জন্য মমতা ব্যানার্জিকে এবং তার সরকারকে জবাব দিতে হবে। এর আগে ও রাজ্য সরকার আমার ফোন ট্রাপ করেছিল। সেই সময় আমি দিল্লি হাইকোর্টে মামলা দায় করেছিলেন।
সেই সামলাতে রাজ্য সরকার এফিডেভিট করে বলেছিল আপনার ফোন ট্রাপ করা হচ্ছে না। কিন্তু যেভাবে সোশ্যাল সাইটে আমার টেলিফোন রেকর্ড ভাইরাল হয়েছে তাতে আমি প্রমাণিত হয়েছিল আমার ফোন ট্রাপ হচ্ছে। তাই এবার ফের দিল্লি হাইকোর্টে এর বিরুদ্ধে মামলা দায়ী করা হচ্ছে বলে মুকুল রায় জানিয়েছেন।