Skip to content

তিন তালাকের বিষয় নিয়ে তৃণমূলের ওপর আঘাত করল বিজেপি।

তিন তালাক হলো সামাজিক আন্দোলন, এটি কোন রাজনৈতিক আন্দোলন বা রাজনৈতিক সিদ্ধান্ত নয়, আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিন তালাক নিয়ে যে ঝড় তুলেছেন তা হয়তো ইতিহাসের কয়েক প্রজন্ম পর্যন্ত থামবে না এই প্রসঙ্গে বিজেপি সাংসদ থেকে তথ্য উঠে আসছে।
সমীক্ষা অনুযায়ী সুপ্রিম কোর্টের রায় দেবার পরেও আমাদের দেশ থেকে তিন তালাকের 77 টি এমন কেস উঠে এসেছে । বিজেপি সংসদ জানাচ্ছেন যে আমাদের সংসদের বিল আনা ছাড়া আর কোনো উপায় ছিল না।


বিজেপির একজন অন্যতম সাংসদ, হাওড়ার বাসিন্দা ইসরাত জাহান তিনি একমাত্র সাংসদ যিনি খুব ভালোভাবে রুখে দাঁড়িয়েছেন তিন তালাকের বিরুদ্ধে। এছাড়াও তিনি বিজেপির মহিলা মোর্চার একজন সদস্য হয়েও এ লড়াই চালিয়ে গেছেন । এছাড়া বিজেপি সাংসদ কটাক্ষ করে এই তিন তালাকের নিয়ে কংগ্রেস ও তৃণমূল কেউ লক্ষ্য করে ঢিল ছুড়েছে। বিজেপির মোর্চা দলের সভাপতি আলী হোসেন জানান আন্দোলনের সূচনা খুবই শীগ্রই করতে চলেছেন তারা।