গতকাল শুক্রবার অর্থাৎ ৫ মার্চ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রার্থী তালিকায় নাম রয়েছে ২৯১ জন প্রার্থীর। তৃণমূলের তরফ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করবার পরেই সিপিএমের তরফ থেকে দু’দফা ভোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। এবার বিজেপির তরফ থেকে দুই দফা ভোটের প্রার্থী তালিকা প্রকাশিত হল।
বিজেপির শীর্ষ নেতৃত্বের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্রিগেড জনসভার জন্য প্রার্থী তালিকা প্রকাশের দিন পিছিয়ে দেওয়া হবে। ব্রিগেড জনসভায় যাতে প্রার্থী তালিকা প্রকাশের জন্য কোনো প্রভাব না পড়ে সেই জন্য অমিত শাহ এবং জেপি নাড্ডা প্রার্থী তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
কিন্তু তৃণমূল এবং বামেদের প্রার্থী তালিকা প্রকাশের পরই বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ থেকে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের দাবি জানানো হয়। তারপরই দু’দফার ভোটের জন্য ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতারা। শনিবার অর্থাৎ ৬ মার্চ রাতে দু’দফার ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা ঘোষিত হয়। এবারে নন্দীগ্রামে মমতা ব্যানার্জির বিপরীতে পদ্ম শিবিরের হয়ে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী।
এক ঝলকে দেখে নিন বিজেপির প্রার্থী তালিকা
- ভগবানপুরে রবীন্দ্রনাথ মাইতি
- খেজুরি তে সান্তনু প্রামানিক
- কাঁথি দক্ষিনে অরূপ কুমার দাস
- দাতুনের শক্তিপদ নায়েক
- শালবনিতে রাজিব কুণ্ডু
- কাঁথিতে দক্ষিণের সৌমেন অধিকারী
- মেদিনীপুর সুমিত দাস
- কাঁথি উত্তরে সুনিতা সিং
- বিনপুর পালন পালন সোরেন
- পুরুলিয়া সুদীপ মুখোপাধ্যায়
- ছাদনা সত্যনারায়ন মুখোপাধ্যায়
- কাঁথি উত্তরের সুনিতা সিং
- হলদিয়াতে তাপসী মন্ডল
- নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী।
- ময়নায় অশোক দিন্দা
- ওন্দা অমর সরকার
- দিবাকর ঘরামি সোনামুখী
- ক্ষুদিরাম টুডু রানিবাঁধ
- দেবব্রত পট্টনায়ক পাঁশকুড়া পূর্ব
- নন্দকুমার নিরঞ্জন অধিকারী
- পিংলা অমূল্য মাইতি
BJP releases its first list of 57 candidates for West Bengal Assembly elections; allocates Baghmundi seat to AJSU pic.twitter.com/uhKz6ocEQQ
— ANI (@ANI) March 6, 2021
এক সূত্র মারফত খবর পাওয়া যায় প্রথমে বিজেপির শীর্ষ নেতাদের একদল সিদ্ধান্ত নিয়েছিলেন যে ব্রিগেড সমাবেশের পর তাঁদের প্রার্থী তালিকা প্রকাশিত হবে। কিন্তু তারপরে বিজেপির অন্দরের কিছু নেতারা প্রার্থী তালিকার জন্য দাবি জানান। প্রার্থী তালিকা প্রকাশিত না হলে অনেকেই ব্রিগেড সমাবেশকে এড়িয়ে যাবেন তাই অবশেষে শীর্ষ নেতৃত্ব থেকে সিদ্ধান্ত নেওয়া হয় শনিবার রাতে দু’দফার ভোটের জন্য বিজেপি তালিকা প্রকাশ করা হবে। বিজেপির অন্দরে এখন শুরু হয়েছে আদি এবং নব্য নেতাদের লড়াই। এই লড়াই বাইরে যাতে প্রকাশিত না হয় সেই জন্যই তড়িঘড়ি করে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়।