Skip to content

2019 এর বিজেপি আবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরবে। দেখুন কী বললেন অমিত শাহ…

আমাদের দেশ পরিণত হয়েছে এখন রণকৌশলে । যেখানে বিভিন্ন রাজ্য বিধানসভা তো বটেই তার সাথে ২০১৯ এর লোকসভা ভোটের জন্যে কার্যকারিতায় নেমে পড়েছে। সেখানেই জোর গলায় অমিত শাহ জানিয়ে দিলেন বুক ঠুকে “যে ২০১৯ – এ বিজেপি আবার সংখাগরিষ্টতা নিয়ে ক্ষমতায় ফিরবে ” ।
বিজেপি এবার দৃঢ় সংকল্প নিয়েছে ২০১৯ -এ ক্ষমতায় আসার শুধু তাই নয়,২০১৪- এর থেকে বেশি আসন নিয়ে ক্ষমতায় আসার পরিকল্পনা নিয়েছে।শনিবার এক বিশেষ বৈঠক বসে, কেন্দ্র এবং রাজ্যের নেতাদের মধ্যে তাতে দৃঢ় সংকল্প লোকসভা নিয়ে তা পরিষ্কার হয়ে গেছে। সেখানে “অজেয় বিজেপি” শ্লোগান তোলা হয়েছে।

আসন্ন ৫টি রাজ্যে বিধানসভা ভোটে বিজেপি যেন জয় পায় তা নিশ্চিত করা হচ্ছে । যেগুলি হল- রাজেস্থান ,মধ্যপ্রদেশ ,ছত্তিশগড়তো বটেই তার সাথে তেলেঙ্গানা নিয়েও ভোটের জোর দেয়া হচ্ছে।দলীয় সূত্রে দাবি করা হচ্ছে এবার ২০১৯ -এ আরও বেশি সিটে জিতবে বিজেপি।লোকসভায় আর ৮ মাস বাকি,বিধানসভার পরেই লোকসভা ভোটের জন্যে হাল্লা বলে দেবে বিজেপি।