বিজনেস ম্যাগনেট মাইক্রোসফ্টের (Microsoft) সহ প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) ২০১৫ সালেই করোনা মহামারীর (Covid-19) ভবিষ্যদ্বাণী করেছিলেন৷ আর এবার তিনি বললেন আরও গুরুত্বপূর্ণ কথা৷ অদূর ভবিষ্যতে আরও দুই বিপর্যয় এর আভাস পাচ্ছেন বিল গেটস ৷ তাই সাবধান করছেন এখনই৷
২০১৫ সালে ‘টেড টক’ (Ted talk) অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিল গেটস বলেছিলেন, “আমরা পরবর্তী প্রকোপের জন্য আমরা প্রস্তুত নই৷” বিল গেটস বিশ্বের কাছে বার্তা দিয়েছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের ভাল ভাবে প্রস্তুত থাকার৷ বিল গেটস বলেছিলেন, “আগামী কয়েক দশকের মধ্যে এক কোটি মানুষ মারা যাবেন৷ কোনও মিসাইল নয়, জীবানুই মারবে৷ যা যুদ্ধের থেকেও অনেক বেশি সংক্রামক হবে৷”
২০২০ এর মার্চে করোনা মহামারির সময় বিল গেটসের এই ভিডিও মানুষের নজরে এসেছিল নতুন করে৷ বিল গেটস সম্প্রতি ডেরেক মুলারের (Derek Muller) অত্যন্ত জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ভেরিটাসিয়াম’-এ (Veritasium) ভিডিও কলে একটি আলোচনায় উপস্থিত ছিলেন৷ সেখানে তিনি বলছেন, “আমি আগেই বলেছিলাম৷ আমার কথা মিলে গেল বলে কোনও সুখানুভূতি নেই আমার৷ আমার কি আরও প্ররোচিত করা উচিত ছিল?”
মুলার জানতে চেয়েছিলেন যে, কীকরে মহামারির ব্যাপারে বিল গেটস এত নিশ্চিত ছিলেন? মাইক্রোসফ্ট প্রধান বলেন, “নিঃশ্বাসপ্রশ্বাস সম্পর্কিত বেশ কয়েকটি ভাইরাস রয়েছে৷ সেগুলি একের পর এক আসবে৷ শ্বাসকষ্টজনিত রোগগুলি অত্যন্ত ভয়ের৷ কারণ সংক্রামিত হওয়ার পরেও মানুষ বিমানে কিংবা বাসে ওঠে, চলাফেরা করে৷ ইবোলার মতো ভাইরাস আক্রমণ হলে হাসপাতালেই কাটাতে হয় অধিকাংশ সময়৷”
25 দিন ধরে থানার লকআপে বন্দি দুই মুরগি, কারন যেনে আপনিও হয়ে যেতে পারেন তাজ্জব
বিল গেটসকে মুলার আগামী বিপর্যয়ের ব্যাপারে কিছু বলতে বলেন৷ যাতে মানুষ আগাম সতর্ক হতে পারে৷ তখন তিনি বলেন, “একটি জলবায়ু পরিবর্তন, প্রতি বছর মৃতের সংখ্যা বাড়বে৷ যা মহামারিজনিত মৃত্যুর থেকেও বেশি হবে৷ অন্যটি ‘বায়ো-টেরোরিজম’৷ যে ক্ষতি করতে চাইবে, সে নিজের খরচে কোনও ভাইরাসের জন্ম দেবে৷ যার ফল মহামারির থেকেও ভয়ঙ্কর হবে৷” বিল গেটস স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে, ফের ভয়ঙ্কর মহামারি আসবে৷ কিন্তু তা প্রতিরোধ করার ক্ষমতা মানুষের থাকবে না।