সুপারস্টার কমল হাসান অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমা বিক্রম ইতিমধ্যেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করতে পেরেছে। বক্স অফিসের নিরিখে দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির দুনিয়ায় মুক্তি পাওয়া যে কোন বড় বড় সিনেমাকে পিছনে ফেলে দিয়েছে এই সিনেমা। মজার ব্যাপার হলো, কিছু মাস আগে মুক্তি প্রাপ্ত আলু অর্জুন এবং রস্মিকা মান্দানা অভিনীত পুষ্পা সিনেমাটিকেও পিছনে ফেলে দিয়েছে কমল হাসান অভিনীত সিনেমা বিক্রম।
ইতিমধ্যেই এই সিনেমাটি দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির সপ্তম সর্বোচ্চ আয়কারী সিনেমা হিসেবে নিজেকে প্রমাণিত করতে পেরেছে। এমতাবস্থায় চলুন জেনে নেওয়া যাক আর কোন কোন সিনেমা রয়েছে এই তালিকায়, কোন সিনেমার পিছনে রয়েছে এই সিনেমাটি এবং কোন সিনেমাকে পিছনে ফেলে এগিয়ে গেছে বিক্রম।
বাহুবলী টু: এখনো পর্যন্ত প্রথম স্থান অধিকার করে রেখেছে, প্রভাস এবং অনুষ্কা শেট্টি অভিনীত বাহুবলি টু। পরিচালক এস এস রাজা মৌলি অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ১৭৪৯ কোটি টাকা।
কেজিএফ চ্যাপ্টার টু: কন্নড় সুপারস্টার অভিনীত কেজিএফ চ্যাপটার টু সিনেমাটি এখনো পর্যন্ত দ্বিতীয় স্থান অধিকার করে রেখেছে। পরিচালক প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ১২২৮ কোটি টাকা।
আর আর আর: পরিচালক এস এস রাজা মৌলি পরিচালিত ট্রিপল আর সিনেমাটি এখনো পর্যন্ত রয়েছে তৃতীয় স্থানে। বন্ধুত্ব এবং শত্রুতার ওপর ভিত্তি করে এই সিনেমাটি গড়ে তোলা হয়েছিল।
২.০: তামিল চলচ্চিত্র তারকার রজনীকান্ত এবং অক্ষয় কুমার অভিনীত এই সিনেমাটি রয়েছে চার নম্বরে। সিনেমাটি বক্স অফিস থেকে আয় করেছিল ৬৫৪ কোটি টাকা।
বাহুবলি: পঞ্চম স্থানে রয়েছে পরিচালক এস এস রাজা মৌলি পরিচালিত সিনেমা বাহুবলি। সিনেমাটি ছয়শ কোটি টাকা আয় করতে পেরেছিল সম্পূর্ণ ভারতবর্ষ জুড়ে।
সাহো: এই তালিকায় সুপারস্টার প্রভাসের তৃতীয় সিনেমা সাহো জায়গা করে নিয়েছে ষষ্ঠ স্থানটি। সিনেমাটি এখনো পর্যন্ত বিশ্বব্যাপী আয় করেছে ৪১৭ কোটি টাকা।
বিক্রম: কমল হাসান অভিনীত এই সিনেমাটি এখনো পর্যন্ত আয় করেছে ৪১৬ কোটি টাকা। তবে মনে করা হচ্ছে কিছুদিন আর অতিক্রম হলেই এই সিনেমাটি আরো কিছু পথ এগিয়ে যাবে আয়ের দিক থেকে।
পুষ্পা: আল্লু অর্জুন এবং রশ্মিকা মন্দানা অভিনীত এই সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছিল ৩৭০ কোটি টাকা এবং অষ্টম স্থান অর্জন করেছে এই সিনেমাটি।