Skip to content

বাইক আরোহীদের জন্য এলো নতুন সুখবর।এবার থেকে লাগবে না টোল ট‍্যাক্স ….

বাইক আরোহী দের জন্য সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে বাইক বা স্কুটারে টোল ট্যাক্স দিতে হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে এই নিয়ম শুধু দ্বিতীয় হুগলি সেতুর জন্য। পহেলা অক্টোবর অর্থাৎ আজ থেকে এই এই নিয়ম চালু করা হবে। নবান্নে এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে খুশি অনেক বাইক আরোহীরা।

কিন্তু প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী হঠাৎ কেন এই ঘোষণা করলেন? মাঝেরহাট এর সেতু ভেঙে পড়ায় দ্বিতীয় হুগলি সেতুর উপর প্রচণ্ড যানজট সৃষ্টি হচ্ছে। সকাল থেকে এই দ্বিতীয় হুগলি সেতুর উপর প্রায় কয়েক লক্ষ গাড়ি চলাচল করে। তাই এই যানজট যাতে না হয় তাই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন দ্বিতীয় হুগলি সেতুর উপর বাইক বা স্কুটি উপর ট্যাক্স দিতে হবে না।