Skip to content

বিধাননগর পৌরসভা নিতে চলেছে কড়া পদক্ষেপ।

পুকুর অপরিস্কার থাকার খবর অনেক দিন থেকেই বিধাননগর পুরসভার কাছে খবর আসছিলো। এবার এই বিষয়ে কড়া পদক্ষেপ নিতে চলেছে বিধাননগর পুরসভার। এবার থেকে সমস্ত পুকুর গুলোতে নোটিশ ঝোলানো থাকবে এবং সেটি পুরসভার বলে দাবি করা হবে। যদি কোনো ব্যাক্তি সেই পুকুরের মালিকানা প্রমাণ করতে পারেন তবে তাকে খুব তাড়াতাড়ি ওই পুকুরের সংস্কার করতে হবে। সেই পুকুরে মাছ চাষেরও ব্যাবস্থা মালিককেই করতে হবে নইলে পুরসভা থেকে সেই মালিককে জরিমানা করা হবে এমনটাই জানানো পুরসভার তরফ থেকে।