গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। বাঙালির দিগ্বিজয় এক দিকে উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত অরিত্র মুখার্জী পরিচালিত ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মো টি এবং অন্যদিকে গৌরাঙ্গ ফিল্মস ও ভান্ডারকর এন্টারটেইনমেন্ট প্রযোজিত শুভ্রজিৎ মিত্র পরিচালিত ছবি অভিযাত্রিক ছবিকে ঘিরে এবার ফেস্টিভ্যাল সরগরম৷
দুইটি ছবি একে বারে ভিন্নধর্মী। একদিকে পৌরহিত্যতে একচেটিয়া পুরুষ এর অধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে নারীর পূজার্চনা ও মন্ত্র পাঠে অধিকার এর বিষয় কে তুলে ধরা হয়েছে৷ মহিলা পুরোহিত শবরীর কাহিনী নিয়ে বানানো এই ছবি৷ ঋতাভরী চক্রবর্তী ও সোহম মজুমদার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন৷ ছবি ব্রহ্মা জানেন গোপন কম্মো টি। এই ছবির চিত্রনাট্য সম্রাজ্ঞী বন্দোপাধ্যায় এর।
অন্য দিকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অপরাজিত উপন্যাসের শেষাংশ অবলম্বনে অপু, অপর্ণা আর কাজলের গল্প। অর্জুন চক্রবর্তী, দিতিপ্রিয়া রায়, সব্যসাচী চক্রবর্তী, অর্পিতা চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র অভিনয় করেছেন অভিযাত্রিক ছবির বিভিন্ন চরিত্রে৷
এই দুই ছবি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে নির্বাচিত হয়েছে৷ এই খবর প্রকাশের পর থেকেই বেশ উন্মাদনা দর্শক মহলে। ব্রহ্মা জানেন গোপন কম্মো টি ইতিমধ্যেই ব্লকবাস্টার। লক ডাউন এর আগে প্রথম হলে মুক্তি পায় ছবিটি, আনলক পর্বে সিনেমাহল খুললে আবার এই ছবি মুক্তি পায়। দুবারই মানুষের ভালোবাসা পেয়েছে এই ছবি৷
অন্যদিকে অভিযাত্রিক এখনও মুক্তি পায়নি৷ বেশ কিছু ফেস্টিভ্যালে প্রশংসা পেয়েছে এই ছবি। কিছুদিন আগে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্ক্রিনিং হয় অভিযাত্রিক ছবির। ছবির কেন্দ্রীয় চরিত্রে অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়।
পরিচালক শুভ্রজিৎ মিত্র, প্রযোজক গৌরাঙ্গ জালান। সকলেই পেলেন পুরস্কার ও সম্মান, সঙ্গে গ্র্যান্ড স্ক্রিনিং।
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে ব্রহ্মা জানেন গোপন কম্মো টির টিম থেকে সোহম মজুমদার, ঋতাভরী চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন শিবপ্রসাদ , জিনিয়া সেন, সম্রাজ্ঞী বন্দোপাধ্যায়, এবং ছবির পরিচালক অরিত্র মুখার্জী!