Skip to content

জিও গ্ৰাহকদের উৎসব শুরু,পুজোতে মুকেশ আম্বানির নতুন চুক্তি।

রিলাইন্স জিওর তরফ থেকে নতুন সুখবর,পুজোর মরসুমে উৎসবের সঙ্গে ,যেন জিও আমাদের উৎসবের আনন্দে মেতে চলেছে মুকেশ আম্বানির নতুন চুক্তির মাধ্যমে নতুন 37 টি চ্যানেল যোগ করল জিও এন্টারটেইনমেন্ট পরিষেবায়। জি এন্টারটেনমেন্টের লাইভ টিভি চ্যানেলগুলি এবার যোগ হল জিও এন্টারটেনমেন্ট পরিষেবায়। জি এন্টারটেনমেন্টের তরফ থেকে 37 টি নতুন চ্যানেল পাওয়া যাবে। 2 কোটি 27 লাখ মানুষ পাবেন এই পরিষেবা।কিছু আর্থিক বোঝা পড়ার জন্য জিও এর গ্রাহকদের জন্য জি এন্টারটেনমেন্টের চ্যানেলগুলি বন্ধ ছিল এর সঙ্গে বন্ধ ছিল 2 লাখ ঘণ্টার ভিডিও অন ডিমান্ড ।এ পরিষেবাগুলি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে, যদি অনেকের এ পরিষেবাগুলি এখনো হাতের নাগালের বাইরে তবে চিন্তার কোন কারণ নেই এবার শুধু শুরু হতে চলেছে এই সব পরিষেবাগুলি রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য তাই নিশ্চিন্তে থাকুন শীঘ্রই পরিষেবাগুলি চালু হয়ে যাবে।