IPL এর আগে একদম নতুন লুকে সন্ন্যাসী বেশে ধোনি, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিও

ভারতের  ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ওরফে ক্যপাটেন কুল মাহি । ক্রিকেট ছাড়াও  বরাবর তিনি তার নানা রকমের হেয়ার স্টাইলের জন্য চর্চায় থাকেন৷ তার ক্রিকেট  কেরিয়ারের শুরুর দিনগুলোতে তিনি কাঁধ পর্যন্ত  লম্বা ঝাঁকরা চুল রাখতেন৷ তারপর  কখনও চুল ছোট করে কেটে ফেলেছেন, কখনও মাথা ন্যাড়া করে দিয়েছেন, কখনো মোহিকান করে দুর্দান্ত লুকে সকলের  নজর কেড়েছেন৷

 

তবে এবার আইপিএলের ঠিক আগেই ধোনির আমূল ভোলবদল৷ না এবার আর শুধু  হেয়ার স্টাইল নয়, সম্পূর্ণ চেহারায় বদল এনেছেন মাহি।  সম্পূর্ণ নতুন  গেটআপেই তার ভক্ত সহ সকলকে চমকে দিয়েছেন  ক্যাপ্টেন কুল৷ আইপিএলের সরকারি ঘোষণা  করা হয়  স্টার স্পোর্টস  (Star Sports) চ্যানেল থেকে৷ সম্প্রতি স্টার স্পোর্টস তাদের অফিসিয়াল ট্যুইটার অ্যাকাউন্ট এ একটি ছবি পোস্ট করেছেন৷ সেখানেই  ধোনির এই নতুন  অবতারের ছবি শেয়ার করেছেন৷

স্টার স্পোর্টস এর টুইটে  দেখা যাচ্ছে  বৌদ্ধ ভিক্ষুদের মতো দেখতে লাগছে মহেন্দ্র সিং ধোনিকে৷ তাঁর মস্তক মুণ্ডিত এবং তার পরনে রয়েছে  সন্ন্যাসীর বেশভূষা৷  জঙ্গলের মধ্যে বসে রয়েছেন ক্যাপ্টেন কুল৷  ধোনির এই ছবি শেয়ার করা মাত্রই  ভাইরাল হয়ে গেছে৷  কিন্তু ধোনির এই ছবি ঠিক  কী কারণে সে বিষয়  এখনও কোনও কিছুই জানা যায়নি৷ ঠিক ভাবে কিছুই প্রকাশ করা হয়নি টিভি চ্যানেলের পক্ষ থেকে৷

তবে  মার্শাল আর্টস ট্রেনিং ক্যাম্পের বিষয়ে লেখা রয়েছে এই ছবির নীচে৷  দিন কয়েক আগেই  চেন্নাই সুপার কিংসের ট্রেনিং ক্যাম্পে যোগ দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি ৷ তার মধ্যেই এই ছবি দেখে  সকলে চমকে গেছেন ৷ ধোনির ফ্যানরা তাঁর এই নয়া লুকে খুব খুশি৷

Amazon- Flipkart কে টেক্কা দিতে ভারতে শুরু হচ্ছে ই-মার্কেট

ধোনি বর্তমানে  চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) হয়ে আইপিএলের প্রস্তুতি শুরু করেছেন৷   ফের একবার তাঁর দলকে চ্যাম্পিয়ন করতে চাইছেন তিনি ৷  সিএসকে -র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে তাঁর শট এর ভিডিও পোস্ট করা হয়েছে দিন দুয়েক আগেই৷সেই ভিডিও সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়৷

আইপিএল ২০২০ তে চেন্নাই সুপার কিংস আশানুরূপ ফল করেনি। আইপিলে এই  প্রথম প্লে অফের টিকিট পায়নি চেন্নাই সুপার কিংস৷ সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হওয়া মিলিয়ন ডলার এই  টুর্নামেন্টে  ধোনির ব্যাট আগের মত কথা বলেনি৷ বেরঙ ছিল টিম সিএসকে-র পারফরম্যান্স৷

তাই এই মরশুমে তাদের  নতুন টার্গেট৷ কীভাবে ঘুরে দাঁড়াবে কীভাবে  ফের চেন্নাইকে সেরা করা যায় তার লক্ষ্যেই প্রস্তুতি চলচজে জোরকদমে৷