আপনি কি ব্যাংকের কোন কাজ বাকি রেখেছেন পরে করবেন বলে? তাহলে আজ-ই সেরে ফেলুন ব্যাংকের কাজ কারণ আগামী কয়েকদিন কোনো কাজ হবে না ব্যাংকে। চালান, ব্যাংক চেক পেমেন্ট এর মতন কাজ গুলো আটকে পড়বে কিন্তু কেন জানেন কি?
সূত্র অনুসারে খবর পাওয়া গেছে যে আগামী ২১ শে ডিসেম্বর থেকে ২৬ শে ডিসেম্বর ৫ দিন কোন কাজ হবে না ব্যাঙ্ক গুলিতে। আপনারা হয়তো প্রায় অনেকেই জানেন যে আগামী ২১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতার কারণে ধর্মঘটের ঘোষণা করেছে ব্যাঙ্কগুলি।
আর এটা তো হয়তো কারো জানতে বাকি নেই যে আগামী ২২ ডিসেম্বর মাসের চতুর্থ শনিবার ও ২৩ তারিখ রবিবার তাই এরকমই ব্যাংক বন্ধ।তবে ২৪ তারিখ খুলবে ব্যাংক কিন্তু ২৫ তারিখ বড়দিন ২৬ শে ডিসেম্বর ইউনাইটেড ফোরামের ধর্মঘট হয়েছে। তাই কোন কাজ আপনি যদি মনে করেছেন দু-একদিনের মধ্যে করবেন তাহলে আজই ব্যাংকে যে সেই কাজটি আজই করে ফেলুন। সংবাদ মাধ্যমে প্রসারিত খবর অনুযায়ী জানতে পারা গেছে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ব্যাংকের কর্মচারীদের বেতন ৮ শতকরা বৃদ্ধি প্রস্তাব দেয় যার বিরোধিতার নামে ব্যাংক কর্মীরা। আর এই জন্যই আগামী ২৬ শে ডিসেম্বর ধর্মঘট করবে ব্যাংক কর্মীরা।