বছরের শুরুতে অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকদের জন্য খুব একটা ভালো খবর দিল না অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ। কিছু কিছু জিনিসের উপর মাশুল আরও বাড়াতে চলেছে এই ব্যাংক। এই নিয়ম কার্যকর হতে চলেছে পয়লা এপ্রিল 2020 থেকে।অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে, সঞ্চয় বা লেনদেন সবক্ষেত্রেই এবার থেকে অতিরিক্ত মাশুল গুনতে হবে অ্যাক্সিস ব্যাংকের গ্রাহকদের। কী কী পরিবর্তন আনা হয়েছে তা নিয়ে সমস্ত অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের রেজিস্টার মোবাইল নাম্বারে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে একটি করে এসএমএস পাঠানো হয়েছে।
ওখানে লিখা হয়েছে, ” মনোযোগ দিন! আপনার সঞ্চয়/ বেতন একাউন্টে প্রযোজ্য ফি এবং চার্জ গুলি পরিবর্তন করা হয়েছে।’ ইন্ট্রোডাকশন অফ ফি অন নেগেটিভ বিহেভিয়ার’ অর্থাৎ ব্যাংকে পর্যাপ্ত পরিমাণ অর্থ না থাকায় এটিএমে লেনদেন ব্যর্থ হওয়ার জন্য নিজের সব এটিএম-এও মাশুল গুনতে হবে অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের। এবং অ্যাক্সিস ব্যাঙ্ক এর তরফ থেকে জানানো হয়েছে প্রতিটি ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে 25 টাকা করে চার্জ কাটা হবে গ্রাহকদের কাছ থেকে।
ফেয়ার ইউসেজ ফিজ অন ব্রাঞ্চ ট্রানজেকশন অর্থাৎ ব্যাংকের লেনদেনের সঠিকভাবে ব্যবহার করার জন্য অতিরিক্ত মাশুল দিতে হবে এবার গ্রাহকদের। এর মধ্যে যে সমস্ত জিনিস গুলি রয়েছে তা হলো, নগদ জমা টাকা (ব্রাঞ্চ ক্যাশ),তহবিল স্হানান্তর(ফান্ড ট্রান্সফার), বাহ্যিক (আউটওয়ার্ড ক্লিয়ারিং), আরটিজিএস, এনইএফটি এবং রেমিট্যান্স।এরমধ্যে অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে পনেরোটি লেনদেন পর্যন্ত কোন চার্জ দিতে হবে না গ্রাহকদের কিন্তু 15 টির বেশি অর্থাৎ 16 টি হয়ে গেলে প্রত্যেকটি লেনদেনে 75 টাকা করে দিতে হবে গ্রাহকদের।
অ্যাক্সিস ব্যাংকের প্রথম অ্যাকাউন্ট খুললে গ্রাহকদের জমা দিতে হবে – মেট্রো শহরগুলিতে এবং শহরাঞ্চলে ন্যূনতম 15,000। শহরতলীতে ন্যূনতম টাকা রাখতে হবে 6000 টাকা। গ্রামাঞ্চলে ন্যূনতম 2,500 টাকা। প্রত্যেক মাসে গড়ে জমা টাকার পরিমাণ হতে হবে মেট্রো শহর এবং শহরাঞ্চল গুলোতে ন্যূনতম 10,000 টাকা। এবং শহরতলীতে ন্যূনতম 5000 টাকা। এবং গ্রামাঞ্চল গুলিতে মাসে গড়ে জমা টাকার পরিমাণ হতে হবে 2,500 টাকা ।
শহর এবং শহরাঞ্চলে যদি এই ন্যূনতম ব্যালেন্স মেন্টেন করতে না পারে তাহলে প্রতি 100 টাকায় 10 টাকা হিসেবে চার্জ দিতে হবে ন্যূনতম 100 টাকা থেকে 500 টাকা পর্যন্ত। শহরতলি গুলিতে প্রতিমাসে ব্যালান্স মেন্টেন করতে না পারলে গ্রাহকদের কাছ থেকে চার্জ হিসেবে নেওয়া হবে প্রতি 100 টাকায় 10 টাকা হিসেবে এবং ন্যূনতম 100 টাকা থেকে 300 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে। গ্রামাঞ্চল গুলিতেও একই নিয়ম প্রতি 100 টাকায় 10 টাকা করে ন্যূনতম 100 টাকা থেকে 250 টাকা পর্যন্ত চার্জ কাটা হবে।
এবার আপনাদের কে ডেবিট কার্ডে কতটা পরিমাণ চার্জ কাটবে গ্রাহকদের কাছ থেকে সেই সম্পর্কে আলোচনা করা হবে – প্রাইমারি ডেবিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে প্রত্যেক গ্রাহককে চার্জ 300 টাকা নেওয়া হবে। ডেবিট কার্ডের জন্য বাৎসরিক ফি হিসেবে মেট্রো শহর এবং শহর অঞ্চল গুলিতে 300 টাকা এবং গ্রামাঞ্চলের ক্ষেত্রে 200 টাকা নেওয়া হবে।
যৌথ ডেবিট কার্ডের চার্জ – যৌথ ডেবিট কার্ড ইস্যু করার ক্ষেত্রে অ্যাক্সিস ব্যাংক গ্রাহকদের দিতে হবে 200 টাকা। এবং এই কার্ড ব্যবহার করার জন্য বাৎসরিক হিসেবে মেট্রো শহর এবং শহরাঞ্চল গুলিতে 200 টাকা এবং গ্রামাঞ্চল গুলির ক্ষেত্রে 100 টাকা।
‘মাই ডিজাইন কার্ড’ – এই ধরনের একটি কার্ড এক্সিস ব্যাংক গ্রাহকদের দেওয়া হয় এই কার্ড ইস্যু করার জন্য প্রত্যেকটি গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয় প্রকৃত ডেবিট কার্ড ইস্যু করার সঙ্গে অতিরিক্ত 150 টাকা।
পিন ও চিপ যুক্ত ডেবিট কার্ড – এই ধরনের কার্ড ইস্যু করার জন্য গ্রাহকদের কাছ থেকে প্রকৃত ডেবিট কার্ড ইস্যু করার জন্য যে টাকা তারপর আবার অতিরিক্ত 50 টাকা নেওয়া হবে।
কোন অ্যাক্সিস ব্যাংকের গ্রাহক যদি অ্যাকাউন্ট বন্ধ করতে চান তাহলে 500 টাকা চার্জ কাটা হবে। কিন্তু ওই অ্যাকাউন্ট যদি 14 দিনের মধ্যে বা এক বছর পেরিয়ে যায় তাহলে কোন চার্জ কাটা হবে না বলে জানানো হয়েছে। অ্যাক্সিস ব্যাংকের তরফ থেকে সমস্ত নিয়মাবলী গুলি আরো বিশদে জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন –
https://application.axisbank.co.in/feesandchargemaster/feesandcharges.aspx ।