বর্তমান দিনে দেশের সমস্ত নাগরিকদের কাছে আধার কার্ড এখন একটা গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। আধার কার্ড বর্তমান দিনে শুধুমাত্র যে পরিচয় পত্র হিসাবে ব্যবহার হচ্ছে তা নয় এখনকার দিনে আধার কার্ড ব্যাঙ্ক থেকে গ্যাসের কানেকশন থেকে শুরু করে, অফিস সহ সমস্ত রকম সরকারি কাজকর্মের জন্য প্রয়োজনীয় নথি পত্র হিসাবে ব্যবহৃত হয়ে থাকছে। এমনকি সরকারের তরফ থেকে জারি করা একাধিক যোজনার সুবিধা মিলতে প্রয়োজন পড়ছে এই আধার কার্ডের,যার জন্য আধার কার্ডের সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা তা দেখে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
তাছাড়া এই বর্তমান দিনে করোনা লকডাউনের সময় আধার কার্ডকে একটি গুরুত্বপূর্ণ অনলাইন লেনদেনের মাধ্যম হয়ে উঠতে দেখা গিয়েছে, যেখানে গত কয়েক বছর ধরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের হাত ধরে আধার কার্ডকে এক যুগান্তকারী ভূমিকা পালন করতে দেখা মিলেছে। আর এবারও এই আধার কার্ড সংযুক্তিকরণ এর ক্ষেত্রেও বড়োসড়ো নির্দেশ দিলেন এই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। যেখানে এই কেন্দ্রীয় মন্ত্রী নির্দেশ দিয়েছেন আগামী বছরের মার্চ মাসের মধ্যেই দেশের সমস্ত নাগরিক তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড সংযুক্তিকরণ করে ফেলে, কারন এবার এটাকে সরকারের পক্ষ থেকে বাধ্যতামূলক করা হয়েছে। আর কেউ যদি এই সংযুক্তিকরণ না করিয়ে থাকে তাহলে বন্ধ হয়ে যাবে তার ব্যাংক অ্যাকাউন্ট।
যদিও এর আগেও কেন্দ্রের তরফ থেকে একাধিক বার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণের বিষয়টি নিয়ে কড়া বার্তা পাঠানো হয়েছিল ব্যাঙ্কগুলিকে, কিন্তু তারপরও এখনও এমন অনেক ব্যাংক রয়েছে যারা এই কাজটি সম্পূর্ণ করতে পারেনি। তবে এবার কেন্দ্রের তরফ থেকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ এর জন্য শেষ সময়সীমা ধার্য করা হয়েছে 31 শে মার্চ 2021। আর এক্ষেত্রে অফলাইন- অনলাইন এই দুই ভাবেই অ্যাকাউন্ট সংযুক্তকরণ এর কাজ করা সম্ভব হবে। আধার লিঙ্ক না করালে অদূর ভবিষ্যতে গ্ৰাহকেরা একাধিক পরিষেবা থেকে বঞ্চিত হবেন।
এক্ষেত্রে কীভাবে সংযুক্তিকরণের প্রক্রিয়া সম্পন্ন করা হবে সেটি পুরোপুরি জানা যাবে ব্যাংকের সংশ্লিষ্ট ওয়েবসাইটে অথবা শাখা অফিসে গিয়ে। এক্ষেত্রে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নির্মলা সীতারমণ জানান করোনা লকডাউনে শুধু অনলাইন লেনদেনের জোয়ার নয় গত কয়েক বছরে ব্যাংকিং সেক্টরে একাধিক যুগান্তকারী পরিবর্তন এসেছে। তাই এবার ব্যাংকের সাথে আধার সংযুক্তিকরণের ক্ষেত্রে বড়োসড়ো নির্দেশ দিলেন তিনি।তাই আগামী বছরের মার্চ মাসের মধ্যেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক করা অত্যন্ত বাধ্যতামূলক অন্যথায় বন্ধ হয়ে যাবে ব্যাংক অ্যাকাউন্ট।