আপনিও কী গ্যাস ব্যবহার করেন ? তাহলে খবরটি হতে পারে আপনার জন্য। আবার বাড়ল রান্নার গ্যাসের দাম। পেট্রোলের দাম বাড়ার সাথে সাথে গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমরা এ বিষয়ে এতটা গুরুত্ব দিই না , যদিও এটি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় । ভর্তুকি যুক্ত এবং ভর্তুকিহীন দুধরনের গ্যাসের দামই বাড়ানো হয়েছে ১ অক্টোবর মধ্যরাত থেকে। ভর্তুকি যুক্ত রান্নার গ্যাসের দাম বেড়েছে ২.৮৯ টাকা এবং ভর্তুকিহীন রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ৫৯ টাকা । কেন্দ্রীয় প্রশাসন থেকে জানা যায় ,কর সংক্রান্ত কারণে এবং আন্তর্জাতিক বাজারে টাকার মূল্য কমে যাওয়াতেই এই বৃদ্ধি।১ অগাস্ট, ২০১৮ থেকে দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকি যুক্ত সিলিন্ডারের দাম হয়েছিল ৪৯৮.০২ টাকা। যেটি, ১ সেপ্টেম্বর বৃদ্ধির পর হয় ৪৯৯.৫১ টাকা। অক্টোবরে তা বেড়ে হল ৫০২.৪ টাকা।অগাস্টে গ্রাহকের অ্যাকাউন্টে ভর্তুকি বাবদ দেওয়া হয়েছিল ২৯১.৪৮ টাকা। সেপ্টেম্বরে তা বেড়ে হয় ৩২০.৪৯ টাকা করে।অক্টোবরে তা বেড়ে হয়েছে ৩৭৬.৬০টাকা।
