উৎসব হোক বা ছুটির দিন কিংবা বন্ধুদের নিয়ে দূরে কোথাও পিকনিক। একটু আধটু সুরা পান না করলে আনন্দ মাটি৷ আর মাত্র কয়েকটি দিন পরেই নতুন বছর। বছরের শেষ থেকেই শুরু হয় নতুন বছরকে ঘিরে সেলিব্রেশন৷ নতুন বছর মানেই আরেকটা নতুন ক্যালেন্ডার। নতুন ক্যালেন্ডার হাতে পেতেই অধিকাংশ মানুষ নতুন বছরে কোন কোন দিন ছুটি রয়েছে সেটা আগে দেখে রাখেন৷ সেই মতন ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম। আর তারই মধ্যে যারা সুরা প্রেমী তারা হলিডে’র সঙ্গে সঙ্গে ড্রাই ডে’র খোঁজ ও রাখেন৷
করোনা সংক্রমণের জেরে লকডাউন পরবর্তী সময় মদের দোকান খুলতেই লাইন দয়েছিলেন সুরাপ্রেমীরা৷ মাস্ক স্যানিটাইজার নিয়েই লাইনে দাঁড়িয়েছিলেন গলা ভেজাতে৷ অতিরিক্ত কর দিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে জোগাড় করেছিলেন সাধের সুরা। তাই তাদের জন্য রইল সেই তালিকা যেখানে দেখে নিতে পারবেন আগামী বছর কোন কোন দিন বন্ধ থাকবে পশ্চিমবঙ্গে মদের দোকান।
জানুয়ারি
জানুয়ারি মাসে ১৫ ও ২৬ জানুয়ারি যথাক্রমে মকর সংক্রান্তি ও প্রজাতন্ত্র দিবসে বন্ধ থাকবে রাজ্যের মদের দোকানগুলি।
ফ্রেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি শিবচতুর্দশী৷ শিবরাত্রির দিন বন্ধ থাকবে মদের দোকান৷ জানা যাচ্ছে ১৮ তারিখ স্বামী দয়ানন্দ সরস্বতীর জন্মদিনে দোকান বন্ধ থাকতে পারে ৷
মার্চ
১০ মার্চ রঙের নেশায় মেতে উঠলেও সুরার নেশায় মাততে পারবেন না। হোলিতে বন্ধ থাকবে রাজ্যের সব মদের দোকান৷ এই সময় এমনিতেই মদের দোকানে চাহিদা থাকে বেশি৷
এপ্রিল
২ এপ্রিল রামনবমী,৬ এপ্রিল মহাবীর জয়ন্তীতে,১০ এপ্রিল গুড ফ্রাইডেতে বন্ধ থাকছে মদের দোকান ৷ জানা যাচ্ছে, ১৪ এপ্রিল বাংলা নববর্ষেও বন্ধ থাকতে পারে মদের দোকান৷
মে
৭ মে বন্ধ থাকবে দোকান৷ ইদ উল ফিতর উপলক্ষ্যে ২৪ মে বন্ধ থাকছে রাজ্যের সমস্ত মদের দোকান৷
এবার সুরাপ্রেমীদের জন্য একটা স্বস্তির খবর৷ জুন মাসে কোনো ড্রাই ডে নেই৷ এই মাসে প্রতিদিন খোলা থাকছে মদের দোকান৷
জুলাই
৩০ জুলাই রাজ্যে কোথাও কোনও মদের দোকান খোলা থাকবে না৷
এসে গেল পোস্ট অফিসের নতুন স্কিম, এখন 10 হাজারের বিনিয়োগে হতে পারেন লাখপতি
আগস্ট
১১ অগাস্ট জন্মাষ্টমী, ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস এবং ২২ অগাস্ট গণেশ চতুর্থী উপলক্ষে মদের দোকান বন্ধ থাকবে৷ ২৯ অগাস্ট মহরমেও রাজ্যের কোনও মদের দোকান খুলবে না৷
সেপ্টেম্বর
জুন মাসের মতই সেপ্টেম্বরেও নেই কোনো ড্রাই ডে৷
অক্টোবর
২ অক্টোবর গান্ধী জয়ন্তী, ২৪ অক্টোবর দশমী। এই দুটি দিনই বন্ধ থাকবে মদের দোকান।
নভেম্বর
১৩ নভেম্বর দিওয়ালিতে বন্ধ থাকবে মদ বিক্রি৷ ৩০ তারিখ কার্তিক পুজোতেও মদের দোকান বন্ধ থাকতে পারে৷
কিন্তু ডিসেম্বরে নেই কোনো ড্রাই ডে৷
তবে যাদের পকেট গরম তাদের জন্য এই লিস্ট নয়৷ কারণ বাড়িতে সুরা জোগান শেষ হলেও রাজ্যের ড্রাই ডে তে সমস্ত পাঁচতারা হোটেলের বার ও প্রিমিয়াম ক্লাবগুলিতে মদ পাওয়া যাবে ৷