Skip to content

দুঃসংবাদ। বাতিল হল পুরী থেকে আসার একাধিক ট্রেন।

পুজোর সময় আমরা অনেকেই অনেক জায়গায় ঘুরতে যায়।তবে ভ্রমণপ্রেমী দের জন্য দুঃসংবাদ রয়েছে।12 দিনের জন্য পুরীর একাধিক ট্রেন বাতিল হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। পুজোর আগে এমন খবর পেয়ে অনেক পর্যটকদের মাথায় হাত। রেলওয়ে থেকে জানানো হয়েছে সেই সময় পুরী স্টেশন সংস্কার করা হবে। সেই কারনে প্রায় 2 সপ্তাহ ট্রেন চলাচল বন্ধ থাকবে। 12 ই সেপ্টেম্বর থেকে কাজ শুরু হবে বলে জানানো হয়েছে। কাজ সম্পূর্ণ হয়ে গেলে 26 টি কোচের ট্রেন দাঁড়াতেও কোনো অসুবিধা হবে না যা বর্তমানে সর্বাধিক 22 টি কোচের ট্রেন দাঁড়াতে পারে। তবে কিছু কিছু ট্রেনে ছাড় দেওয়া হয়েছে। রেলের তরফ থেকে জানানো হয়েছে কোনো ট্রেনেই টানা বাতিল থাকবে না। তবে যে সমস্ত যাত্রীরা 4 মাস আগে থেকেই টিকিট বুক করেছেন তাদের টিকিট গুলো প্রায় ক্যানসেল হওয়ার ফলে যাত্রীরা ভেঙে পড়েছেন। অনেকে আবার টিকিটের পর হোটেল, গাড়িও বুকিং করে রেখেছেন। পুজোর ঠিক আগেই এই ধরনের খবর পেয়ে যাত্রীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে।