এস বি আই তরফ থেকে জানানো হচ্ছে বাকি ঢাকা 18135টি এটিএম মেশিনের ক্যাসেট সংশোধন করা হবে শীঘ্রই। এখন থেকে প্রায় 21 মাস আগে 8 নভেম্বর 2016 তে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিল মোদি সরকার এর পরেই শুরু হয়েছিল এটিএম মেশিনের ক্যাসেট বদল এর প্রকল্প। নোট এর আকার অনুযায়ী এটিএম মেশিনের সোল্ডার গুলি বা ক্যাসেট গুলি পরিবর্তন করা হচ্ছে।
মধ্যপ্রদেশের আরটিআর এক অধিকারীর এর প্রশ্নের উত্তরে এস বি আই 18 আগস্ট জানান 59521 টি এটিএম মেশিনের মধ্যে 41386 টি মেশিনের মধ্যে ক্যাসেট সংশোধন ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে।
এখনো পর্যন্ত প্রায় খরচা হয়ে গেছে 22 লক্ষ টাকার উপর। বাকি থাকা 18135 টিমে সিনা ক্যাসেট সংশোধন বাকি আছে যা অতি শীঘ্রই সম্পন্ন হয়ে যাবে। বাতিল হওয়া 500 এবং 100 টাকার নোটের বদলে আশা নতুন 2000,500, 100 ,50,10 ইত্যাদি নোট গুলির আকারে ভিন্নতা হওয়ায় এই ক্যাসেট সংশোধন অত্যন্ত জরুরী।।