টলিপাড়ার ২০২১ এ যেন বিয়ের বন্যা বয়ে গিয়েছে। বহু প্রতীক্ষিত বিয়ে ছিল নীল ভট্টাচার্য (Neel Bhattacharya) ও তৃণা সাহার (Trina Saha)। দীর্ঘ দিন ধরে প্রেম করছেন নীল তৃণা। অবশেষে ৪ ফেব্রুয়ারী রাজকীয় ভাবে বিয়ে সারলেন তারা৷ বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল প্রচুর চমক। নীল তৃণার বিয়ের বহু ছবি ও ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।
বিয়ের দিনে এক ঝাঁক তারকা সেইসাথে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হাজির ছিলেন। এলাহী খাবারের আয়োজন ছিল বিয়েতে। বিয়ের দিন মালা বদল তারপর বিয়ের পরে মঞ্চে তৃণাকে কোলে নেওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঝড়ের বেগে ভাইরাল হয়।
ফুলসজ্জায় টুম্পা সোনা গানে নেচে ভাসালেন অভিনেত্রী তৃণা সাহা,বিদ্যুতের গতিতে ভাইরাল ভিডিও
সোশ্যাল মিডিয়াতে নীল তৃণার লক্ষাধিক অনুগামী। তবে, বিবাহের কারণে কিছুদিন বিরতি ছিল সোশ্যাল লাইফে। বিয়ে মিটতেই তৃণাকে ভালোবাসার আদরে ভরিয়ে দিলেন নীল।
সম্প্রতি নীল ভট্টাচার্য একটি ভিডিও শেয়ার করেছেন। তৃণাকে জড়িয়ে ধরে ‘তু মেরি বাহো মে দুনিয়া ভুলা দে’ গানে একটি রোমান্টিক ভিডিও শেয়ার করেছেন নীল।
আর ভিডিও শেয়ার হওয়া মাত্রই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। নেটিজনরা শুভেচ্ছা বার্তা দিয়েছেন ভিডিওর কমেন্ট বক্সে।
https://www.instagram.com/reel/CLEt3_HFRK7/?igshid=qxrxpjxfhpif