Skip to content

রাম মন্দিরের নির্মাণ নিয়ে আরও একটি বড় খবর।

ভারতবর্ষের বহু আলোচিত বিষয় বাবরি মসজিদ ও রাম মন্দির । এই বাবরি মসজিদ ও রাম মন্দির সম্পর্কে আদালতের রায় উঠে এসেছে তাই নিয়ে আজকে আমাদের আলোচ্য বিষয়। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট রাম মন্দির তৈরীর যে মামলা এতদিন ধরে ঝুলে ছিল তার সিদ্ধান্ত দেওয়া হবে জানুয়ারিতে।
এখনকার সময়ে ভারতবর্ষের সবথেকে বড় আলোচ্য বিষয় হলো বাবরি মসজিদ ও রাম মন্দির কে নিয়ে এটা বলা কোনো ভুল হবে না। গত সোমবার এই মামলাটি উঠে সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টে পরিষ্কারভাবে জানানো হয়ে গিয়েছে যে এ মামলার শুনানি দেওয়া হবে জানুয়ারি মাসে। অনেকে হয়তো অনেক প্রত্যাশার মধ্যে ছিলেন কিন্তু তার মধ্যে সুপ্রিম কোট জল ঢেলে দিল সব স্বপ্নের মধ্যে । আবার শুরু হলো অপেক্ষা , অপেক্ষা করতে হবে জানুয়ারি মাস পর্যন্ত। শুধু তাই নয় জানুয়ারি মাসে এলেই মামলার শুনানির তারিখ স্থির করে দেওয়া হবে আদালতের পক্ষ থেকে।


দ্রুত নিউস আপডেট পেতে লক্ষ্য রাখুন আমাদের ওয়েবসাইডে ,যত দ্রুত সম্ভব আপনাদের কাছে আমরা আপডেট পৌঁছে দেওয়ার প্রচেষ্টায় থাকব।