পূর্ব ভারতের একটি রাজ্য মিজোরাম, যেখানে পর পর দুটি বিধানসভা ভোটে জয়ী হয়ে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। আবার বিধানসভা ভোট মিজোরামে, 28 শে নভেম্বর। মিজোরামের বিজেপির প্রদেশ সভাপতি তরফ থেকে জানা যাচ্ছে 17 শে অক্টোবর থেকে রাজ্য দপ্তর উদঘাটনের মাধ্যমে প্রচার শুরু করবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বিধানসভার আসন সংখ্যা 40, সম্ভবত এইখানে টপ করে বিজেপি হয়তো একাই লড়বে।
