জিওর সাথে টেক্কা দিতে এয়ারটেল টেলিকম সংস্থা কয়েকটি আকর্ষণীয় অফার নিয়ে এল। জিওকে টেক্কা দেবার জন্য সমস্ত টেলিকম সংস্থাগুলি একের পর এক অফার আনতে চলেছে। তবে এয়ারটেল যেসব প্ল্যান আনছে তাতে জিওর সাথে ভালো টক্কর দিতে পারবে। এয়ারটেল 419 টাকার একটা নতুন প্রিপেড প্ল্যান লঞ্চ করতে চলেছে। এই নতুন প্ল্যানে রয়েছে আগের থেকে অনেক বেশি ডাটা এবং অনেক দিন বৈধতা। এই প্ল্যানে 75 দিনের বৈধতা এবং 1.4 জিবি ডাটা প্রতিদিন আর 100 টা করে SMS রয়েছে প্রতিদিন । যেখানে 399 টাকার প্ল্যানে 70 দিনের বৈধতা রয়েছে।তবে এই প্ল্যানে আপনারা FUP লিমিট পাচ্ছেন না। এই ডাটা আপনারা 4g নেটওয়ার্কে না 3g আর 2g তে পাচ্ছেন। এই প্ল্যানে অনেক গ্রাহকদের সুবিধা হবে বলে অনুমান করা হচ্ছে। আর অন্যদিকে সমান ভাবে জিও কে টেক্কা দেবে এই টেলিকম সংস্থাটি।