Skip to content

ফের মহা বিপাকে সংস্থা! ম্যাগিতে রয়েছে ক্ষতিকারক সীসা মেনে নিল নেসলে।

একবার ফের সুপ্রিম কোর্টের নির্দেশে বিপাকে ম্যাগি-র নির্মাতা সংস্থা নেসলে ইন্ডিয়া। ক্রেতা সুরক্ষা দপ্তর এর একটি মামলার শুনানির ওপর বৃহস্পতিবার নেসলের বিরুদ্ধে স্থগিতাদেশ তুলে নিয়েছে সর্বোচ্চ আদালত।তথ্য অনুসারে জানতে পারা গেছে ভুল তথ্যের উল্লেখ ও অনৈতিক উপায়ে বাণিজ্য করার অভিযোগে নেসলে কে 640 কোটি টাকার জরিমানা করেছিল ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে। আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে গিয়েছিল নেসলে।আজ থেকে গত চার বছর আগে অর্থাৎ 2015 সালে নেসলের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা দপ্তরের তরফ থেকে আইন ভঙ্গ করার অভিযোগে 640 কোটি টাকা জরিমানা করেছিল ক্রেতা সুরক্ষা দপ্তর।

আর সেই অভিযোগকে পাল্টা অস্বীকার করেছিল নেসলে।তবে এদিন নেসলের আইনজীবী আদালতে স্বীকার করে নেন ম্যাগি তে ক্ষতিকারক সীসা ছিল তবে সেটা ছিল সহন সীমার মধ্যেই। আর এরপর থেকেই মামলা শুনানির ওপর থেকে স্থগিতাদেশ তোলার নির্দেশ দেন বিচারপতি। ক্রেতা সুরক্ষা দপ্তর এর তরফ থেকে এমনটা অভিযোগ ছিল যে ম্যাগি একটি স্বাস্থ্যকর খাবার বলে প্রচার করে ছিল নেসলে কিন্তু তা সত্য নয়।ম্যাগি তে মাত্রারিক্ত সিসা ও মনো সোডিয়াম ডাইক্রোমেট রয়েছে কিন্তু যা গোপন করে দিয়েছিল নেসলে কোম্পানির সংস্থা। তবে এর পরেই বাজার থেকে সমস্ত ম্যাগিকে তুলে নিতে বাধ্য হয় নেসলে।


আরো নতুন নতুন খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের ওয়েব পোর্টালটিতে।