Skip to content

বিয়ের পর ইশা আম্বানি ও আনন্দ পিরামল পেতে চলেছেন এক অসাধারণ সুন্দর বাংলো, দাম জানলে আপনিও চমকে যাবেন !

আপনারা জেনে অবাক হবেন যে মুকেশ আম্বানির মেয়ে “ইশা আম্বানির” কিছুদিনের মধ্যেই আনন্দ পিরামিলের সাথে বিয়ে হবে এবং তারা বিয়ের পর যে ওল্ড গুলিটা নামক বাংলোতে থাকবে যার মূল্য এত বেশি যে আপনারাও জেনে অবাক হবেন। এই বাড়িটি অজয় পিরামিল এবং সোয়াতি পিরামাল তার পুত্র ও পুত্রবধূকে গিফট করছেন। এদের বিয়ে মুম্বাইয়ে হবে ১২ ই ডিসেম্বরে তবে কিছু সময় আগে রাজস্থানের উদয়পুরে Pre-wedding ফ্যাশন করবেন। খবরে আসছে যে বার্লিনে অবস্থিত এই বাংলো টিকে অজয় পিরামল ২০১২ তে কিনেছিলেন তখন এর দাম ছিল ৪৫০ কোটি টাকা, আর এই বাংলোটি ৫০ হাজার স্কয়ারফীটে ছড়িয়ে রয়েছে।অজয় পিরামিল ২০১২ তে এটি ‘ লিবার ‘ এর কাছে কিনেছিলেন , আর এই বাংলোটির আরো একটি গুণ হলো এখান থেকে সমুদ্রও দেখা যায়।

শোনা যাচ্ছে যে, এই বাংলোটি অনিল আম্বানি ও গৌতম অর্ডানিও কিনতে চেয়েছিলেন। এটি কিনার জন্য অনিল আম্বানি 300 কোটি ও গৌতম অদানি 400 কোটির বলিও লাগিয়ে দিয়েছিলেন কিন্তু কিনেন নি। সূত্র অনুসারে এখনো পর্যন্ত যে খবরটি আসছে এতে বলা হচ্ছে এই বাংলোটিতে একটি পূজো করা হবে এবং তারপরই এখানে ইশা আম্বানি এবং আনন্দ পিরামিল এখানে শিফট হয়ে যাবেন । ইশা আম্বানি এবং আনান্দ পিরামিল অনেক আগে থেকেই বন্ধু এবং তাদের পরিবার ও একে অপরকে ভালো করে চেনেন। আনন্দ পিরামিল ইশা আম্বানি কে মহাবালেশ্বর মন্দিরে বিয়ের প্রস্তাব দেয় এবং এতে ইশা রাজি ও হয়ে যায়।আমরা শুভ কামনা করি তাদের বৈবাহিক জীবন যেন খুশিতে ভরা হোক।