আজ আমরা আপনাদের বিশেষ কিছু তথ্য দিতে চাই, যা আপনার কাছে নিত্য প্রয়োজনীয় জীবনে খুব জরুরী। আপনাদের কাছে এটি আনন্দ সংবাদ , দেশব্যাপী ব্যাংকগুলিতে ৫ টি নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে । আপনারা সবাই জানেন যে দিওয়ালি থেকে দেশব্যাপী সব ব্যাংক বন্ধ ছিল। কিন্তু এখন তাদের মধ্যে ৫ টি নতুন নিয়ম পাস করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই নিয়মগুলি আপনাদের জানা খুবই প্রয়োজনীয়। এবার থেকে আপনার কোনো সমস্যায় পড়তে হবে না ।চলুন আপনাদের সম্পূর্ণ তথ্য দিয় এই ৫ টি নিয়মগুলি সম্পর্কে।
ক. প্রথম নিয়ম: – এবার থেকে আপনাদের কোনো সমস্যা হবে না ব্যাংকের লাঞ্চ টাইমের দরুন । এখন আপনি ব্যাঙ্কগুলিতে লাঞ্চ টাইমেও কাজ করাতে পারবেন আগে আপনি যখন লাঞ্চ টাইমে ব্যাংকে যেতেন তখন কাজ বন্ধ করে দেওয়া হত, কিন্তু এখন থেকে মোটেও সেটা আর হবে না এখন আপনি লাঞ্চ টাইমেও কাজ করাতে পারবেন ব্যাংক কর্মীদের।
খ. দ্বিতীয় নিয়ম: – এখন লঞ্চ টাইমেও ব্যাংকের গেট খোলা থাকবে এবং সব লোকেরা ব্যাংকের ভিতরে আসতে পারে । এখন আপনাকে আর গেটের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না এবং আপনার সম্পূর্ণ কাজও হবে। চলুন দেখে নেওয়া যাক ব্যাংকের তিন নম্বর নিয়মটিকে।
গ. তৃতীয় নিয়ম: – লঞ্চের সময় কেউ না কেউ কাউন্টারে অবশ্যই থাকবে যে আপনার সব কাজ দেখবে এবং আপনার কোন সমস্যা না হয়, অপেক্ষা যাতে না করতে হয় বেশী সেদিকে লক্ষ্য রাখবে, সব কাজ শিগগিরই পূর্ণ হবে।
ঘ. চতুর্থ নিয়ম: -যদি চেক ক্লিয়ারেন্স বিলম্বিত হয় তবে গ্রাহকেরা তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ পেয়ে যাবেন এবং তারজন্য আপনাদের কোন সমস্যার মুখোমুখি হতে হবে না।আপনি আপনার টাকা সহজেই অর্জন করতে পারবেন এবং আপনাকে এর জন্য কোন অসুবিধার সম্মুখীন হতে হবে না।
ঙ. পঞ্চম নিয়ম: -এই নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি NFTT মাধ্যমে 50 হাজার টাকা এক একাউন্ট থেকে অন্য একাউন্টে ট্রান্সফার করতে পারবেন। এর জন্য আপনার কোনও কঠিন সমস্যা হবে না এবং আপনিও ৫০ হাজার টাকা অন্য যে কোন একাউন্টে টান্সফার করতে পারবেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে।