ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ তার টার্গেট পরিষ্কার করে দিলেন, তিনি তার জনসভায় তিনি জানিয়ে দিলেন যে লোকসভা ভোটের পর এই দেশ থেকে সকল অনুপ্রবেশকারীদের কে হাঠানো হবে।কিছুদিনের মধ্যেই ছত্তিশগড় রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে তার জন্যই এক জনসভার আয়োজন করা হয় বিজেপির মাধ্যমে এবং সেই জনসভায় জানিয়ে দেন ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি সরকার ক্ষমতায় এলে ,যারা অনুপ্রবেশকারী থাকবে তাদেরকে হাঁটানো হবে বলে তিনি জানান।
আরও জানান যে ২০১৯ লোকসভা ভোটের পর থেকে ভারতে কোন অনুপ্রবেশকারী থাকবে না।বিরোধীদলের কাছে অর্থাৎ রাহুল গান্ধীর এবং তার সহযোগীদের কাছে এই জনসভায়ার তার একটি প্রশ্ন ছিল,সেটি ছিল “তারা কি শিশুদের মানবাধিকার দেখতে পাই না”?একই সাথে তিনি তাদের উদ্দেশ্য জানান,”যে তারা কার সাথে আছে নিজের দেশের মানুষের সাথে নাকি অনুপ্রবেশকারীদের সাথে?
“তার এই বক্তব্যের প্রধান কারণ ছিল যখন আসামের 40 লক্ষ মানুষের নাম ও নাগরিক হিসাবে বিবেচনা করা হয়।তখন কেন্দ্রের বিরুদ্ধে বিরোধী সরকার অনেক মানবিকতার এর প্রশ্ন তুলেছিল , এর উত্তরে তিনি জানান অনুপ্রবেশ ও ভারতে এসে হিংসা ছড়ায় তাই তাদেরকে এখানে না থাকতে দেওয়ায় উপযোগী ।