সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা এবং জনপ্রিয় অভিনেতা নীল ভট্টাচার্য। ৪ ফেব্রুয়ারি বাইপাসের একটি অভিজাত রিসোর্টে বিয়ের আসর বসে। ৬ ফেব্রুয়ারি ছিল নিয়মমাফিক ‘ত্রিনীল’-র বউভাত এবং ফুলসজ্জা। দুটি অনুষ্ঠানেই জাঁকজমক ছিল দেখার মত৷
বউভাতে লাল-সবুজের মিশেলে একটি সিল্কের শাড়িতে নীলের পাতে ঘি-ভাত পরিবেশন করেছেন ‘গুনগুন’ ওরফে তৃণা সাহা৷ সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেই ছবি । সন্ধ্যায় আত্মীয় বন্ধুদের সঙ্গে কেটেছে হুল্লোড় করে। সেই সন্ধ্যার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যেখানে তৃণাকে ‘টুম্পা সোনা’ গানে তুমুল নাচতে দেখা গিয়েছে৷ যদিও দেখা যায়নি নীলকে৷ এমনিতে তৃণার নাচের অসাধারণ প্রতিভার কথা একবাক্যে স্বীকার করেন সকলেই। তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাচের বহু ভিডিও আছে৷ ফলে বিয়ের সাজে তাঁর নাচ দেখার জন্য যে অনুরাগীরা অপেক্ষায় ছিলেন৷ সেই আবদার অভিনেত্রী পূরণ করেছেন৷
25 দিন ধরে থানার লকআপে বন্দি দুই মুরগি, কারন যেনে আপনিও হয়ে যেতে পারেন তাজ্জব
‘খড়কুটো’ ধারাবাহিকে সৌজন্যর সঙ্গে যখন গুনগুনের বিয়ে হয়, তখন সে নিজেই ‘টুম্পা সোনা’ গানে নাচতে নাচতে বর আনতে ছুটেছিল। সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে৷ লক্ষ লক্ষ ফ্যান সেই ভিডিও উপভোগ করেছিলেন। কিন্তু রিয়েল লাইফের বিয়েতে এতটা হয়নি। ফুলসজ্জার রাতে বাড়ি কাঁপিয়ে দিয়েছেন নববধূ। বাড়ির আত্মীয়-স্বজন থেকে শুরু করে শ্বশুর-শাশুড়ির সকলের সঙ্গে আনন্দে মেতেছেন নতুন বউ ‘টুম্পা সোনা’ গানের সঙ্গে নাচ করে৷ উপভোগ করেছেন সকলেই।
View this post on Instagram