Skip to content

ইয়াসের পর বঙ্গোপসাগরে আবারো তৈরি হচ্ছে এক সুপার সাইক্লোন,আবহাওয়া দপ্তরের তরফে জারি সতর্ক বার্তা

কয়েকদিনের তীব্র দাবদাহের অবসান ঘটিয়ে বঙ্গে প্রবেশ করল বর্ষা। তবে ইয়াশের প্রভাব পশ্চিমবাংলার বুক থেকে কাটতে না কাটতেই আবার পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে আরেকটি শক্তিশালী ঘূর্ণিঝড়। যার নাম গুলাবো। গুলাবো এই নামটি পাকিস্তানের দেওয়া।বঙ্গোপসাগরের উপর অবস্থান করা নিম্নচাপের মধ্যে দিয়ে প্রবেশ করেছে বর্ষা। তবে কয়েক দিনের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও হাওড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা।

বঙ্গে বর্ষা আসার সাথে সাথেই আবহাওয়া দপ্তর জানিয়েছে যে ইয়াশ সম্পূর্ণ পশ্চিমবাংলায় তান্ডব না চালালেও পরবর্তী যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়েছে সেই ঘূর্ণিঝড় পশ্চিমবাংলার উপরই তান্ডব চালাবে। ইয়াসের পথ ধরেই এই গুলাবো এগোবে বলেই মনে করা হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ২৪ ঘন্টার মধ্যেই কি জানতে পারা যাবে। যদি এই ঘূর্ণিঝড়টির অভিমুখ উড়িষ্যা রাজ্যে হয় তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবাংলায় ভারী বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১°C সর্বনিম্ন ২৬° C। বাতাসের আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল ৯১%। রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া- বঙ্গে বর্ষা প্রবেশ করেছে তাই উত্তর এবং দক্ষিণ বঙ্গের এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আগামীকালের আবহাওয়া : পশ্চিমবঙ্গে আগামীকালের তাপমাত্রা থাকবে ৩১°C সর্বনিম্ন ২৬° C। সকাল এবং রাত্রে দিকে কয়েকবার বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

প্রসঙ্গত ,এই বছরই ২০২১ সালে ইতিমধ্যেই ২ টি পর পর সাইক্লোন দেখেছে গোটা দেশ । আর এই চলতি বছরে ১০ দিনের মাথায় দেশের দুই প্রান্তে দুটি পর পর সাইক্লোন সংগঠিত হয়। তারই মাঝে বাংলায় পর পর কয়েকটি টর্নেডাের দাপট দেখা গেছে।তবে এবার শােনা যাচ্ছে ওড়িশার বুকে আছড়ে পড়তে পারে নতুন এই সাইক্লোন । এর আগে ওড়িশা ও বাংলার বুকে ভয়াবহ ইয়াসের প্রভাব প্লাবিত হয়েছে বহু এলাকা । তবে এই নতুন সাইক্লোন কতটা ভয়াবহ হতে পারে,তার সম্পর্কে কিছু এখনও জানা যায়নি।