করোনার জেরে লকডাউনে গৃহবন্দী জীবন কাটাতে আমাদের ভালো লাগুক না লাগুক একটা কথা মানতেই হবে, এই লকডাউনে বিনোদনের মাধ্যম খুঁজতে গিয়ে দেখা গেছে আমাদের দেশে এখনও অনেক সুপ্ত প্রতিভা রয়েছে। বর্তমানের সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই সব প্রতিভারা সামনে আসছেন। কেউ হয়ত নিজেই নিজের প্রতিভা তুলে ধরছেন। আবার কেউ অন্য কারো শেয়ারের মাধ্যমে মানুষের নজরে আসছে।একদিকে যেমন প্রতিভারা স্বীকৃতি পেয়েছে, অন্যদিকে অনেক সুপ্ত প্রতিভার বিকাশ হচ্ছে৷
রোজই কোন না কোন ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। নাচ, গান, আবৃত্তি, রান্না থেকে শরীর চর্চা সব মিলে জমজমাট সোশাল মিডিয়া। কেউ কেউ তো আবার পৌঁছে যাচ্ছে বলিউডের দরবারে, রানু মন্ডল,চাঁদমনি হেমব্রম, তানি মুনি বিশেষভাবে উল্লেখযোগ্য৷
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এক শিশু কন্যা জনপ্রিয় বাংলা গান “রঙ্গবতী” গানের সঙ্গে নাচছেন৷ অত্যন্ত স্বতঃ’স্ফূর্ত এবং সাবলীল তার ভঙ্গিমা।
লক্ষ্য বাংলা জয়ের! কর্মীদের উদ্দেশ্যে নতুন বছরের হোম টাস্ক বেঁধে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
সাজ-পোশাকেও বাঙালিয়ানার ছোঁয়া। তাই সোশ্যাল মিডিয়ার সামনে আসতেই ভাইরাল হয়ে গিয়েছে দ্রুত। অনেকেই প্রশং’সা করেছেন, আগামীদিনের জন্য শুভেচ্ছা আশীর্বাদ জানিয়েছেন৷ যার কথা এতক্ষণ বলা হচ্ছে তার নাম আরোহী৷ ১০ই নভেম্বর প্রিয়াঙ্কা ঘোষ নামে প্রোফাইল থেকে পো’স্ট করা হয় একটি ভিডিও৷ সেই ভিডিওটি এখন ভাইরাল৷ যদিও এই প্রথম নয়, এর আগেও ভাইরাল হয়েছে আরোহীর ভিডিও….
Video_ Priyanka Ghosh (Fb) pic.twitter.com/2tGyzGas70
— Aaj Sakal (@AajSakal) November 16, 2020