UPI(UNIFIED PAYMENTS INTERFACE) দারা লেন দেনর পরিমান দিন দিন বেড়ে চলেছে। তবে জুলাই মাসে লেনদেনর পরিমাণ কিছুটা কমলেও আগষ্ট মাসে লেনদেনর পরিমান প্রায় 32 শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেনদেনর পরিমান প্রায় 123733.51 কোটি টাকা হিসেবে রেকর্ড করেছে।
আগের সংস্করণ UPI থেকে UPI 2.0 হওয়ার জন্যে আগের সংস্করণ টিকে আপডেট করেছে।
আমরা অনেকেই জানি আগষ্ট 1 থেকে একই UPI আইডিতে বা একই একাউন্ট থেকে টাকা লেনদেন সম্পূর্ন রুপে নিষিদ্ধ করা হয়েছে।
এর ফলে ক্যাশব্যক পাবার জন্য জাল লেনদেন, তার নিষিদ্ধের ফলে পেটিএম, ফোনপে, গুগল Tez(বর্তমানে যেটা গুগল পে) এবং আরো অন্যান্য পেমেন্ট প্ল্যাটফর্মগুলির লেনদেনের সংখ্যা কমবে বলে অনুমান করা হয়েছে।
Google Tez,যা গুগল পে হিসাবে পুনঃনামক করে UPI এর বাজারে তৃতীয় স্থানে আবির্ভূত হয়েছে। জুলাই পর্যন্ত গুগল তেজ UPI র মোট ভলিউমের প্রায় 22 শতাংশ অংশ নিয়ে 54 মিলিয়ন লেনদেন চালু করে।