এসবিআই ক্যাশ জমা দেওয়ার ক্ষেত্রে আগের কিছু পুরনো নিয়ম গুলোকে পরিবর্তন করেছেন। কি কি নতুন নিয়ম আনল এসবিআই আসুন দেখে নিন।
এসবিআই এই বিষয়টি পুরোটাই টুইটারে বলেন,’এসবিআই গ্রাহকদের জন্য সুখবর হল নন হোম ব্র্যাঞ্চের টাকা ডিপোজিট করার সর্বোচ্চ পরিমানটিকে বারানো হল।নন হোম ব্রাঞ্চ শব্দটা যদি কারো অজানা থাকে তাহলে বলি এটার মানে হল আপনি যে ব্রাঞ্চ আপনার অ্যাকাউন্ট খুলিয়েছেন সেই ব্রাঞ্চটি বাদে সমস্ত ব্রাঞ্চ হল আপনার নন হোম ব্রাঞ্চ।এসবিআই টুইট করে বলেছেন নন হোম ব্র্যাঞ্চে পার্সোনাল সেভিংস অ্যাকাউন্ট টাকা জমা দেওয়া বা ডিপোজিট করার কোনো ঊর্ধ্ব সীমা থাকবে না।
আগেকার নিয়ম অনুযায়ী নন হোম ব্রাঞ্চে গ্রাহকরা 25000 টাকা পর্যন্ত টাকা জমা দেওয়া যেত। এছাড়াও ট্রান্সজ্যাক্সেন চার্জ হিসাবে 50 টাকা করে গ্রাহকদের দিতে হত।এর কিছুদিন আগে এসবিআই পুরনো ডেবিট কার্ড বদলাবার নির্দেশ জারি করেছিল অনলাইন প্রতারণা বন্ধ করার জন্য। এছাড়া অন্য একটি টুইটের মাধ্যমে এসবিআই জানিয়েছে আপনার online sbi মাধ্যমে বিনা চার্জেসে ইএমভি চিপ ডেবিট কার্ডের জন্য আবেদন করুন এবং নিজের ডেবিট কার্ডকে আরো বেশি সুরক্ষিত করুন।