একুশের বিধানসভা নির্বাচনের আগে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সূত্রের খবর, আগামী ২২ ফেব্রুয়ারির পর আরেকবার ২৮ ফেব্রুয়ারি বাংলায় আসবেন নরেন্দ্র মোদী। সেই দিন রাজ্যবাসীর জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্প ঘোষণা করবেন মোদী৷
বিজেপি সূত্রে খবর, আগামী ২২ ফেব্রুয়ারি সোমবার বাংলায় আসছেন মোদি। এর আগে সরকারি কর্মসূচি নিয়ে হলদিয়ায় এসেছিলেন তিনি। এবারও বেশ কিছু সরকারি কর্মসূচি রয়েছে। যেমন দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো রেলের সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের একটি অনুষ্ঠান রয়েছে৷ ২২ তারিখ নরেন্দ্র মোদী হুগলির সাহাগঞ্জের ডানলপ কারখানার মাঠে জনসভা করবেন।
এরপর ২৮ ফেব্রুয়ারি আবার বাংলায় একাধিক সরকারি কর্মসূচি ও জনসভা রয়েছে তাঁর। বাংলার মাটিতে উপস্থিত হয়ে উন্নয়নমূলক প্রকল্পগুলির কথা ঘোষণা করবেন নাকি ভার্চুয়ালি জানাবেন, তা এখনও স্পষ্ট নয়। ভোটের আগে রাজ্যবাসীর মন জিততে কোনওরকম ঘাটতি রাখছে না বিজেপি সরকার তা বোঝা যাচ্ছে৷
কীভাবে জানবেন ভোটার লিস্টে নাম আছে কি না- Search Your Name on Voter List Online
একুশের নির্বাচনে নবান্ন দখল করাকেই পাখির চোখ করে ফেলেছে গেরুয়া শিবির৷ জনসংযোগ বাড়াতে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডা, অমিত শাহ (Amit Shah), নরেন্দ্র মোদি বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছেন। রাজ্যজুড়ে চলছে দলবদলের পালা। এরই মধ্যে বিজেপি সূত্রের খবর, ২২ ফেব্রুয়ারি সরকারি প্রকল্পের পাশাপাশি জনসভায় যোগ দেবেন মোদি। বাংলার সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, থেকে শুরু স্বাধীনতা সংগ্রামে বাঙালির অবদানের কথা বারবার উঠে এসেছে মোদির মুখে। এবার রাজ্যবাসীর মন জিততে আরও বড় পদক্ষেপ গ্রহণ করতে চলেছে গেরুয়া শিবির।
তবে বিশেষজ্ঞ মহলের মতে, ২৮ তারিখ মোদি নতুন প্রকল্প ঘোষণা করলে ভোট ঘোষণার দিনক্ষণ আরও পিছোতে পারে৷ কারণ নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের দিন প্রকাশ করার পর থেকে ফল বেরনোর আগে পর্যন্ত সরকারি কোনও প্রকল্প ঘোষণা করা যায় না। তাই ভোট ঘোষণা হতে মার্চ মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।