Skip to content

প্রতিমাসে মিলবে ২০০০ টাকা, লক্ষী ভান্ডারকে টেক্কা দিতে রাজ্যে শুরু হবে নারায়ণ ভান্ডার! বিস্ফোরক রাজ্য বিজেপি সভাপতি

jpg 20230524 143649 0000

রাজ্যবাসীর জন্য বিরাট একটি ঘোষণা করল রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) । লক্ষী ভান্ডারকে(Lakshmi Bhandar) টেকা দিতে এক নতুন প্রকল্পের ঘোষণা করলেন তিনি। রাজ্যের লক্ষ্মীদের পাশাপাশি এবার নারায়নদের মাসিক ভাতা দেওয়ার জন্য এদিন জনসভায় এই ঘোষণা করলেন রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি সুকান্ত মজুমদার। চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পের সুযোগ-সুবিধা কারা উপভোগ করতে পারবেন বা কিভাবে আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

লক্ষী ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেক ঘরে থাকা মা মেয়েদের ন্যূনতম আয়ের উৎস করার জন্য জেনারেল কাস্ট এর মহিলাদের ৫০০ টাকা এবং তপশিলি মহিলাদের ১০০০ টাকা করে প্রতিমাসে দেওয়ার ব্যবস্থা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এবার লক্ষ্মী ভান্ডার প্রকল্পের যোগ্য জবাব দেওয়ার জন্য নারায়ণ ভান্ডার প্রকল্প নিয়ে এলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

মঙ্গলবার হুগলির( Hooghly) পান্ডুয়ার গেরুয়া শিবিরের ভরা জনসভায় রাজ্য বিজেপি সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে এই নতুন প্রকল্প চালু করবেন তারা। এই প্রকল্পে প্রতিমাসে দেওয়া হবে ২ হাজার টাকা করে। তবে বিজেপি ক্ষমতায় এলেও লক্ষী ভান্ডার বন্ধ হয়ে যাবে না, বরং লক্ষ্মী ভান্ডারের পাশাপাশি এবার নারায়ণ ভান্ডারের সুযোগ সুবিধা পাবেন রাজ্যবাসী।

সামনেই পঞ্চায়েত এবং লোকসভা ভোট, তাই ভোটের আগে এইরকম একটি ঘোষণা বড়ই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা। তবে এই প্রকল্প কার্যকর হবে যদি বিজেপি ক্ষমতায় আসে তবেই। তাই আপাতত এই প্রকল্প নিয়ে চিন্তাভাবনা করার কোন অবকাশ নেই। এই প্রকল্প কবে থেকে চালু হবে বা এই প্রকল্পের বিস্তারিত সম্পর্কেও কোনো কথা জানানো হয়নি ওই জনসভায়।