Skip to content

১৯৯০ থেকে ১৯৯৯.. এই ৫ অভিনেতার ছিল বক্স অফিসে দখল! চতুর্থ জনের নাম সকলকে করবে অবাক

১৯৯০ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত, অর্থাৎ ৯০ দশকের যে সময়ে বলিউড ইন্ডাস্ট্রি মানুষের প্রথম পছন্দ ছিল সেই সময় বলিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করতেন এমন কিছু অভিনেতা যাদের ছাড়া তখন বলিউড ইন্ডাস্ট্রি ছিল অন্ধকার। আজ আমরা সেই সমস্ত অভিনেতার মধ্যে ৫ জন অভিনেতা এবং তাদের সুপার হিট সিনেমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

Shah Rukh Khan to be honoured at Saudi Arabia's Red Sea Film Festival

শাহরুখ খান (Sharukh Khan) : ৯০ দশকের অন্যতম সেরা অভিনেতা ছিলেন শাহরুখ খান। দিলবালে দুলহানিয়া লে যায়েঙ্গে, কুচ কুচ হোতা হে, দিল তো পাগল হে, ডর, পরদেশ সহ আরো অনেক সিনেমা তিনি আমাদের উপহার দিয়েছেন সেই সময়।

Salman Khan Cracks A Massive 5-Year OTT Deal Exceeding 500 Crores Despite Kisi Ka Bhai Kisi Ki Jaan's Underperformance At The Box Office?

সালমান খান (Salman Khan): হাম আপকে হ্যায় কন, হাম সাত সাত হে, পেয়ার কিয়া তো ডারনা কিয়া সহ সালমান খানের এমন অনেক সিনেমা ৯০ দশকে ব্লকবাস্টার সুপার হিট সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছিল যা আজও মানুষের কাছে সমানভাবে পছন্দের।

7 Bollywood Blockbusters Aamir Khan Said No To That We Wish He Had Actually Done

আমির খান(Amir Khan) : মিস্টার পারফেক্সনিস্ট আমির খান প্রথম থেকেই খুব বেছে বেছে সিনেমা করতেন। ৯০ দশকে ইশক, রঙ্গিলা, সরফরোজ, গুলাম,রাজা হিন্দুস্তানি এমন কয়েকটি সিনেমা যা আজও মানুষ ভুলতে পারে না কখনো।

Akshay Kumar lesser-known facts: From his first salary to first car, 6 things you didn't know about the actor | GQ India

অক্ষয় কুমার(Akshay Kumar): বলিউডের মাটিতে শুধুমাত্র অ্যাকশন সিকুয়েন্সের হাত ধরে নিজেকে শক্ত করেছিলেন অক্ষয় কুমার। ম্যায় খিলাড়ি তু আনাড়ি, খিলাড়িও কা খিলাড়ি, সব সে বড়া খিলাড়ি, মোহরা, সুহাগ সহ আরো অনেক সিনেমা রয়েছে যা তাকে সেই সময়কার সুপারস্টার করতে সাহায্য করেছিল।

Ajay Devgn: I was completely gung-ho about normalcy, this second wave has got me worried | Bollywood - Hindustan Times

অজয় দেবগন(Ajay Debgan): পেয়ার তো হোনা হি থা, দিলবালে,হাম দিল দে চুকে সানাম, কাচ্ছে ধাগে, ইশক এগুলি এমন কিছু সিনেমা যা কখনো পুরনো হয় না। অসাধারণ অভিনয়ে এবং অনবদ্য গল্প এই সিনেমাগুলোকে আজও আমাদের কাছে খুব আপন করে রেখেছে।