Skip to content

কেন্দ্র থেকে আরো এক নতুন বড় পদক্ষেপ কিনতে চলেছে 111 টি হেলিকপ্টার। আরো জানতে চাইলে…

 

ভারতীয় নৌবাহিনীকে আরো শক্তিশালী করার জন্য 111 টি হেলিকপ্টার কেনার জন্য অনুমোদন দিল প্রতিরক্ষা মন্ত্রক। এই 111 টি হেলিকপ্টার কিনতে প্রায় 21 হাজার কোটি টাকার মতো খরচ হবে কেন্দ্রের। ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিলের বৈঠকে শনি বার এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই হেলিকপ্টার গুলো এলে ভারতীয় নৌবাহিনী আগের তুলনায় অনেকটা শক্তিশালী হবে। মন্ত্রকের এক অধিকারি জানিয়েছেন, 24,879 কোটি টাকার অন্য সামগ্রি কেনার প্রস্তাব ছিল ।সেটাও কেনা হবে বলে তিনি জানিয়েছেন।তিনি এটাও বলেছেন এর মধ্যে 3,364 কোটি টাকা মূল্যের সেনার সামগ্রি কেনা হবে।