Skip to content

কেন্দ্র থেকে বাতিল হয়েছে প্রায় 11 লাখ প্যান কার্ড।কীভাবে জানবেন আপনার টা বাতিল হয়েছে কিনা?

ইতিমধ্যে একটি বিগ ব্রেকিং আপডেট বেরিয়ে এসেছে যদি আপনার কাছে প্যান কার্ড আছে তাহলে খবরটি হতে পারে আপনার জন্য । জানা যাচ্ছে কেন্দ্র থেকে প্রায় 11 লাখ এর মতো প্যান কার্ড বাতিল করে দেওয়া হয়েছে আপনি কী জানেন আপনার প্যান কার্ড বাতিল হয়েছে কিনা তাহলে এই বাতিল প্যান কার্ড দেখার প্রসেস আপনাদেরকে আমরা বলে দেবো,প্রথমত আপনাকে গুগোল এ গিয়ে e filling লিখতে হবে তারপর প্রথমে আসা ওয়েবসাইটটিতে e filling এর হোম ওয়েবসাইটে যেতে হবে, তারপর ওয়েব সাইটের হোম পেজে আপনি অনেক ধরনের অপশন পাবেন তার মধ্যে থেকে আপনাকে “ভেরিফাই ইওর প্যান কার্ড ডিটেলস” এই অপশনটিতে ক্লিক করতে হবে।

তারপর আপনার প্যান কার্ডের ডিটেলসটি ওখানে দিতে হবে এবং ওখান থেকে একটা প্রসেস করা হবে সেই প্রসেসের পর আপনাকে বলে দেওয়া হবে আপনার প্যান কার্ড চালু আছে না নেই।
ঘাবড়াবার কিছু নয় এটি একটি সম্পূর্ণ সহজ প্রসেস আপনি এটি মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ যে কোন মাধ্যম দিয়ে করতে পারেন। হ্যাঁ মনে রাখতে হবে শুধু যে প্রসেসটি করার সময় আপনার প্যান কার্ড টি আপনার সাথে রাখবেন।
আমাদের ওয়েবসাইটের ওপর নজর রাখুন, আমরা সব সময় চেষ্টা করব নতুন নতুন খবর আপনাদের জন্য নিয়ে আসার।