ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলাকালীন ঘোষণা করে দেয়া হলো এশিয়া কাপের জন্য ১৬ জন ভারতীয় ক্রিকেটারের নাম। অধিনায়ক বিরাট কোহলিকে এ বছর এই টুর্নামেন্ট থেকে বিশ্রাম দেয়া হয়েছে তার জায়গায় অধিনায়কে থাকবেন রোহিত শর্মা। খালিল আহমেদ মাত্র কুড়ি বছরের যুবক প্লেয়ার যিনি সানরাইজ হায়দ্রাবাদে দলের হয়ে খেলেন তাকে এবারে এশিয়া কাপের জন্য নতিভুক্ত করা হয়েছে তা ছাড়াও রয়েছেন পেশার ভুবনেশ্বর কুমার। তা ছাড়াও রয়েছেন পুরোনো অধিনায়ক উইকেটকিপার হিসেবে মহেন্দ্র সিং ধোনি অতিরিক্ত উইকেটকিপার হিসেবে রয়েছেন দিনেশ কার্তিকও।
দলে 16 জনের জায়গা পেয়েছেন মনিশ পান্ডে, আম্বাতি রাইডু, কেদার যাদবও,তবে বাদ পড়ে গেছেন সুরেশ রায়না,উমেশ যাদব আর সিদ্ধার্থ কউল।যে ১৬ জন ভারতীয় ক্রিকেটার যারা এশিয়া কাপের জন্য খেলবেন তাদের নাম নিচে..
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধবন
(সহ-অধিনায়ক),লোকেশ রাহুল,আম্বাতি রাইডু, এমএস ধোনি,মনিশ পান্ডে, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, দীনেশ কার্তিক, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, যুবেন্দ্র চাহাল,খলিল আহমেদ, জস বুমরহ, শারদুল ঠাকুর ও ভুবনেশ্বর কুমার।