গত বুধবার শিক্ষক দিবসের দিন শিক্ষিকাদের জন্য আনন্দের খবর দিলেন আমাদের শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষক দিবসের দিন তিনি ঘোষণা করলেন এবার থেকে স্কুল কলেজের শিক্ষিকারা তাদের নিজেদের জেলাতেই পোস্টিং পাবেন। যদি সেই বিষয়ে ওই জেলায় কোনো শূন্য পদ না থাকে তাহলে তাকে পাশের জেলাতে পোস্টিং দেওয়া হবে। বুধবার শিক্ষক দিবসের এক অনুষ্ঠানে তিনি বলেন, অনেক সময় দেখা গেছে কোনও শিক্ষিকার বাড়ি সুন্দরবনে এবং তার স্কুল কল্যাণীতে আবার কারও স্বামী চাকরি করেন কোচবিহারে, স্ত্রী রয়েছেন কলকাতায়।
তাই শিক্ষা দফতর সিদ্ধান্ত নিয়েছেন যার বাড়ি যে জেলায় তাকে এবার সেখানে পোস্টিং দেওয়া হবে। পোস্টিং নিয়ে অনেক ক্ষোভ দেখা যায় শিক্ষিকাদের মধ্যে, এবার থেকে আর এই অসুবিধা হবে না। এবার থেকে পরিবার ছেরে অন্য জায়গায় যেতে হবেনা যা অনেকটাই নিরাপদ বলে মনে করা হচ্ছে।