ব্লু ওহেল , মোমো গেমের পর উঠে এলো আর এক নতুন মরণ গেম যার নাম হলো ” গ্রানি গেম (GRANNY CHALLENGE GAME) “।
গেমটি অন্য গেম গুলোর ন্যায় কোনো ব্যক্তিকে মরনের সমূখীন করে তোলে ,নানা রকম চ্যালেঞ্জ পূরণ করিয়ে, শেষ পর্যন্ত মৃত্যুকে ডেকে আনে।
আমাদের রিপোর্টার এর সংগৃহিত তথ্য থেকে জানা গিয়েছে, জলপাইগুড়ির ময়নাগুড়িতে এক ছাত্র শিকার হয়েছে এই গেমের , গত শুক্রুবারের ঘটনা ছাত্রটি এই গেম খেলার সময় অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হয়।
তার পরিবার জানাই যে “ছাত্রটি খুব কাঁপতে থাকে এবং বাড়ির এক কোনায় বসে বসে কাঁদতে থাকে”, এছাড়াও তারা বলেন ‘গ্রানি গেম ‘ খেলায় তার এই অবস্থা।এই গেম বেশি করে ‘whatsapp’ এ লিংক এর মাধ্যমে ছড়াচ্ছে। আপনারা যতটা পারেন এই গামে থেকে দূরে থাকার চেষ্টা করুন। কোনো অজানা নম্বর থেকে কোনো লিংক এলে সেটাই ক্লিক করবেন না , না হলে ঘটতে পারে বড়ো বিপদ।