Skip to content

মাঝারহাটের সেতুর বিপর্যয়ে বিষয়ে কী বললেন বিজেপি নেতা মুকুল রায়,জানুন…

মাঝারহাট সেতু বিপর্যয়ে রাজনৈতিক দলের রং আসতে বেশি দিন সময় লাগলনা বলেই মনে করা হচ্ছে। এই দুর্ঘটনার সব দোষ মূখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের উপর চাপিয়ে দেন বিজেপি নেতা মুকুল রায়। এই ঘটনার পর মুকুল রায় বলেন, “সেতু ভেঙে পড়ার দায় মূখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের”। মঙ্গলবার 4:45 মিনিটে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মাঝেরহাটের এই সেতুটি। বেশ কয়েকটি গাড়ি মাটিতে আছড়ে পড়ে।

এই ঘটনায় এখন পর্যন্ত 1জনের মৃত্যু হয়েছে। ডায়মন্ড হারবার রোডের উপর সেতুটি ভেঙে পড়ার ফলে অনেক জানযট সৃষ্টি হয়েছে। এমনকি বেহালা সহ দক্ষিণ 24 পরগনার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েগেছে। মুকুল রায় আরো বলেন,’ রাজ্য সরকার শুধু সৌন্দর্য করে তুলতেই ব্যাস্ত। ফলে তাদের পুরোনো কাঠামো গুলোকে নির্মান সংস্করণের কথা মনে থাকে না। তাই এই ঘটনার সম্পূর্ন দায় রাজ্য সরকারের নেওয়া উচিত’ ।