Skip to content

ভারতে শুরু হতে চলেছে উড়ন্ত ট্যাক্সি!

আকাশে ওড়ার স্বপ্ন তো অনেকই দেখেন তবে আপনি কী জানেন অপেক্ষায় আর কটি বছর তারপর আপনিও ট‍্যেক্সি করে উড়ে যেতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায়।
ভারতে এ চালু হতে চলেছে উড়ন্ত ট‍্যেক্সি আগামী ৬ বছর এর মধ্যে আপনি ও ভারতে ট‍্যেক্সি করে উড়তে পারবেন। উবের এয়ার ট‍্যেক্সি চালু করার জন্য ৫ টি দেশের নাম তাদের তালিকা তে প্রকাশ করেছে যার মধ্যে নাম রয়েছে ভারতের নামও।

The india news

তালিকা তে আরো যে ৪ টি দেশের নাম রয়েছে সেগুলি হল জাপান, অস্টোলিয়া,ব্রাজিল, ফ্রান্স।ভারতে যেসব জায়গায় এটি প্রথম দিকে চালু হবে সেগুলি হল বেঙ্গালুরু, মুম্বাই, ও দিল্লি।। অনুমান করা যাচ্ছে এতে ট্রাফিক সমস্যার হাত থেকে রক্ষা পাবে সাধারণ মানুষ তবে এটা কতখানি কার্যকর তা ভারতে আসার পরই জানতে পারা যাবে।আর এটা কতখানি ব্যয় বহুল‍্য তা ভারতে আসার পরে জানতে পারা যাবে।